
আগামী অর্থ বছরের অর্থাৎ ২০২৬-২৭- এর বাজেটের দিকে এখন তাকিয়ে রয়েছে গোটা দেশ। কিন্তু কেন? কারণ, এই মুহূর্তে সাধারণ মানুষের নজর এখন দেশের ব্যাঙ্কিং সেক্টরের দিকে। আপনি কি ইউকো ব্যাঙ্ক বা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহক? তাহলে কিন্তু সাবধান। কারণ, কেন্দ্রের একটি সিদ্ধান্তেই এবার উঠে যেতে পারে আপনার ব্যাঙ্ক।
আসলে ‘কনসোলিডেশন ২.০’ বা সংযুক্তিকরণের দ্বিতীয় দফার প্রস্তুতি শুরু করেছে কেন্দ্র। আর সেই সংযুক্তিকরণের লক্ষ্য একটাই, দেশের ১২টি সরকারি ব্যাঙ্ককে কমিয়ে ৩ থেকে ৪টি ব্যাঙ্ক তৈরি করা।
কী হতে পারে আগামী বাজেটে? সূত্রের খবর, দেশের পাঁচটি ছোট ব্যাঙ্ককে মিশিয়ে দেওয়া হতে পারে দেশের অন্য বড় ব্যাঙ্কগুলোর সঙ্গে। ইউকো ব্যাঙ্ক, পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কের মতো ব্যাঙ্কগুলো মিশে যেতে পারে অন্য বড় ব্যাঙ্কগুলোর সঙ্গে। এর ফলে বদলে যাবে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর থেকে আপনার চেকবইও।
বিদেশি লগ্নি কি বাড়বে? বর্তমানে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে বিদেশি বিনিয়োগের ঊর্ধ্বসীমা ২০ শতাংশ। খবর মিলছে, এটি বাড়িয়ে ৪৯ শতাংশ করারও তোড়জোড় চলছে। অর্থমন্ত্রকের বৈঠকে নাকি এই বিষয়ে প্রস্তাব রাখা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মূলধন জোগাড় করতে সরকার নিজের অংশীদারিত্ব ৫১ শতাংশে নামিয়ে নিয়ে আসতে পারে।
আপনার ওপর প্রভাব কী? আগের দফার সংযুক্তিকরণে তথ্য ও প্রযুক্তি সংক্রান্ত বিভ্রাট ও ব্রাঞ্চ বন্ধ হওয়ার মতো সমস্যায় ভুগেছেন গ্রাহকরা। এবার কি সেই ভুল সংশোধন করবে কেন্দ্র? কিন্তু কোন কোন ব্যাঙ্ক মিশে যাবে অন্য ব্যাঙ্কের সঙ্গে? কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী অবশ্য এখনই কোনও নির্দিষ্ট ব্যাঙ্কের নাম বলেননি। তবে, এই পরিবর্তনের পর আপনার প্রিয় ব্যাঙ্কের পরিষেবা কতটা সহজ হয়, সেটাই এখন দেখার।