RBI Banking Connect: এবার আপনার সব লেনদেনে কড়া নজর রাখবে Reserve Bank, গোলমাল দেখলেই ধরবে মুহূর্তে!

Reserve Bank Of India Banking Connect: এবার নেট ব্যাঙ্কিংয়ে এল বিরাট বদল। এবার চালু হল এনসিপিআই ভারত বিল পে বা NBBL-এর নতুন প্ল্যাটফর্ম 'ব্যাঙ্কিং কানেক্ট'। সহজ কথায় এবার আপনার নেট ব্যাঙ্কিংয়ের লেনদেনে রিয়েল টাইমে নজর রাখবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।

RBI Banking Connect: এবার আপনার সব লেনদেনে কড়া নজর রাখবে Reserve Bank, গোলমাল দেখলেই ধরবে মুহূর্তে!
আপনার ব্যাঙ্কে নজর রিজার্ভ ব্যাঙ্কের!Image Credit source: Niharika Kulkarni/NurPhoto via Getty Images

Dec 01, 2025 | 5:13 PM

আপনি অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার করেন নিশ্চয়। এবার নেট ব্যাঙ্কিংয়ে এল বিরাট বদল। এবার চালু হল এনসিপিআই ভারত বিল পে বা NBBL-এর নতুন প্ল্যাটফর্ম ‘ব্যাঙ্কিং কানেক্ট’। সহজ কথায় এবার আপনার নেট ব্যাঙ্কিংয়ের লেনদেনে রিয়েল টাইমে নজর রাখবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।

নতুন এই ব্যবস্থা কেন?

এতদিন এই ধরনের লেনদেনের তথ্য রিজার্ভ ব্যাঙ্কের কাছে পৌঁছাতে সময় লাগতে এক সপ্তাহ থেকে এক বছর পর্যন্ত। এনপিসিআই ভারত বিল পে-র সিইও জানিয়েছেন, নতুন এই ব্যবস্থা চালু হওয়ায় এখন আর সেই দেরি হবে না। এর ফলে, মূলত ক্রিপ্টোকারেন্সি ও গেমিংয়ের মতো ঝুঁকিপূর্ণ ক্ষেত্রগুলোতে টাকার লেনদেনের উপর রাশ টানা সহজ হবে।

পরিসংখ্যান কী বলছে?

বর্তমানে দেশের প্রায় ৮ কোটি মানুষ নেট ব্যাঙ্কিং ব্যবস্থা ব্যবহার করেন। প্রতি মাসে লেনদেন হয় প্রায় ৬ লক্ষ কোটি টাকার। যদিও ইউপিআইয়ের দাপটে নেট ব্যাঙ্কিংয়ের এই বৃদ্ধি বেশ কিছুটা থমকে ছিল। এনসিপিআই ভারত বিল পের লক্ষ্য আগামী ৪ বছরে মাসিক বিল পেমেন্টের সংখ্যা বৃদ্ধি। তারা চাইছে ২৬ কোটিকে বাড়িয়ে ১০০ কোটিতে নিয়ে যেতে। বর্তমানে প্রায় ৭ কোটি পরিবার নেট ব্যাঙ্কিং ব্যবহার করে। এনবিবিএল চাইছে এই সংখ্যাটিকে বাড়িয়ে ১৩ কোটি ৫০ লক্ষ করতে।

কী আছে এই প্ল্যাটফর্মে?

জানা গিয়েছে, এই প্ল্যাটফর্মে এমন ব্যবস্থা রয়েছে যা যে কোনও সন্দেহজনক লেনদেনকে ট্র্যাক করতে পারে। আর এর ফলে, কমবে একাধিক জালিয়াতি। তবে বিশেষজ্ঞরা এটাও বলছেন যে, কেউ যদি ওটিপি শেয়ার করেন তাহলে কিন্তু বাঁচার উপায় নেই। আসলে প্রযুক্তির মাধ্যমে এই মুহূর্তে আপনি সুরক্ষিত। কিন্তু সব শেষে আপনার সচেতনতাই আসল।