নয়া দিল্লি: ফুলে ফেঁপে উঠছে দেশের সোনার ভাণ্ডার। ৫ বছরেই দেশের রিজার্ভ ব্য়াঙ্কের সোনার ভাঁড়ারে ৪০ শতাংশ সম্পদ বৃদ্ধি হল। এমনটাই জানা গিয়েছে। সম্প্রতিই ব্রিটেন থেকে ১০০ টন সোনা ভারতে ফিরিয়ে এনেছে আরবিআই। তারপরই হিসাব কষে দেখা গিয়েছে, দেশের গোল্ড রিজার্ভ বা সোনার ভাণ্ডারে ২০১৯ সালের সেপ্টেম্বরে যেখানে ৬১৮ মেট্রিক টন সোনা ছিল, সেখানেই চলতি বছরের সেপ্টেম্বর মাসে তা ৮৫৪ মেট্রিক টনে পৌঁছেছে।
এক সময়ে যেখানে আর্থিক সমস্যার কারণে বিদেশে ভারতের সোনা বন্ধক রাখতে হয়েছিল, সেখানেই আজ বিদেশের তুলনায় দেশেই বেশি সোনা রয়েছে। আরবিআই-র সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দেশে ৫১০ মেট্রিক টন সোনা রয়েছে। যা দেশের মোট গোল্ড রিজার্ভ বা সোনার ভাঁড়ারের ৬০ শতাংশ।
জানা গিয়েছে, চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই দেশে থাকা সোনার ভাণ্ডার ১০২ টন বেড়েছে। ব্যাঙ্ক অব ইংল্যান্ড এবং ব্যাঙ্ক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টে ৩২৪ মেট্রিক টন সোনা রাখা রয়েছে। গোল্ড ডিপোজিট হিসাবে ২০ মেট্রিক টন সোনা রয়েছে।
মার্কিন ডলারের হিসাবেও, দেশে সোনার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বা ভাণ্ডার ৮.১৫ শতাংশ থেকে ৯.৩২ শতাংশে পৌঁছেছে মার্চ মাস থেকে সেপ্টেম্বর মাসের ব্যবধানে।