
নয়া দিল্লি: বছর শেষে বড় খবর। আপনার ঋণ পাওয়া আরও সহজ হল। বড় ঘোষণা করা হল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (Reserve Bank of India) তরফে। আপনার ক্রেডিট স্কোর এবার মাসে নয়, প্রতি সপ্তাহেই বদলে যাবে। এর ফলে আপনার ইএমআই যেমন কমবে, তেমনই গৃহ ঋণ বা অন্য কোনও ঋণ পেতেও সুবিধা হবে।
রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া গত ৪ ডিসেম্বরের নির্দেশিকায় জানিয়েছে, এবার থেকে প্রতি সপ্তাহে ক্রেডিট ইনফরমেশন রিপোর্ট আপডেট হবে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসাবে জানানো হয়েছে যে বর্তমানে যেহেতু ক্রেডিট ইনফরমেশন রিপোর্টের উপরে ভরসা করা হয়, সেই কারণে সাপ্তাহিক ইনক্রিমেন্টাল ক্রেডিট ইনফরমেশন সাবমিশন করতে বলা হয়েছে।
গত বছরের অগস্ট মাস পর্যন্ত ব্যাঙ্ক মাসিক ক্রেডিট স্কোর আপডেট করত। ২০২৪ সালের ৮ অগস্ট আরবিআই সমস্ত ব্যাঙ্ক-কে মাসিক ক্রেডিট ইনফরমেশন আপডেট করার বদলে প্রতি ১৫ দিন অন্তর এই তথ্য আপডেট করতে হবে। এবার তা আরও কমিয়ে সাপ্তাহিক আপডেটের নির্দেশ দেওয়া হল।
আরবিআই-র নতুন গাইডলাইন অনুযায়ী-