RBI Governor: ‘অযথা আতঙ্কিত হবেন না’, ২০০০ টাকার নোট নিয়ে আর কী জানালেন RBI গভর্নর

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

May 22, 2023 | 2:38 PM

RBI Governor Shaktikanta Das: গত শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ঘোষণা করেন, বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নেওয়া হবে। আর নোট এক্সচেঞ্জের জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

RBI Governor: অযথা আতঙ্কিত হবেন না, ২০০০ টাকার নোট নিয়ে আর কী জানালেন RBI গভর্নর
ফাইল ছবি (সৌজন্যে:PTI)

Follow Us

নয়া দিল্লি: শুক্রবার বাজার থেকে ২০০০ টাকার নোট প্রত্যাহার করার কথা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India)। ব্যাঙ্কে ২০০০ টাকার নোট বদলের সময়সীমাও বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। পাশাপাশি নোট বদলের জন্য বেশ কিছু নির্দেশিকাও জারি করা হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর থেকেই দেশের বিভিন্ন ব্যাঙ্কে ২০০০ টাকার নোট বদলের প্রক্রিয়া শুরু হবে। আর গতকাল এসবিআই জানিয়ে দিয়েছে, কোনও গ্রাহক ২০ হাজার মূল্যের ২০০০ টাকার নোট বদল করতে আসলে কোনও পরিচয়পত্র লাগবে না। এদিকে দেশবাসীর মধ্যে এই নোট বদল নিয়ে ইতিমধ্যেই উন্মাদনা দেখা গিয়েছে। দেশের বেশ কিছু রাজ্যে ২০০০ টাকার নোট পাল্টে নেওয়ার জন্য সোনার দোকানেও ভিড় করেছেন অনেক গ্রাহক। আবার কেউ কেউ ২০০০ টাকার নোট নিয়ে হাজির হয়েছেন পেট্রল পাম্পেও। এই আবহে সোমবার আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানান, হাতে ৪ মাস সময় রয়েছে। তাই নাগরিকদের তাড়াহুড়ো করতে বা আতঙ্কিত হতে বারণ করেন। দোকানগুলি ২০০০ টাকার নোট ফিরিয়ে দিতে পারবেন না বলেও জানিয়েছেন তিনি।

এদিকে বাজার থেকে ২০০০ টাকা তুলে নেওয়ার কথা ঘোষণা করার সময়ই আরিবআই-র তরফে জানানো হয় ৩০ সেপ্টেম্বরের পরেও এই নোট লিগ্যাল টেন্ডার হিসেবে থেকে যাবে। অর্থাৎ, ৩০ সেপ্টেম্বর পরও আপনার কাছে যদি এই ১০ টার বেশি ২০০০ টাকার নোট থাকে তা বেআইনি নয়। তিনি আজও স্পষ্ট করেন, শুধুমাত্র ২০০০ টাকা এক্সচেঞ্জের প্রক্রিয়ায় গতি আনার জন্য একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তিনি বলেন, গ্রাহকদের চিন্তার কোনও কারণ নেই ২০০০ টাকার সব নোট বদল করার জন্য পর্যাপ্ত টাকা ব্যাঙ্কের কাছে রয়েছে। তাই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। তিনি বলেছেন, “হাতে সময় রয়েছে। আগামিকাল থেকে নোট বদল প্রক্রিয়া শুরু হচ্ছে। তাই বলে আগামিকালই আপনাকে যেতে হবে না।”

বিদেশে থাকা ভারতীয়দের উপর প্রভাব:

নোট বদলের সময়সীমা যে বাড়ানো হতে পারে তার একটা আভাস সোমবার দিয়েছেন আরবিআই গভর্নর। তিনি জানিয়েছেন, তিনি অবগত যে এই মুহূর্তে অনেকেই বিদেশে রয়েছেন। তাঁরা হয়ত ডেডলাইনের মধ্যে ২০০০ টাকার নোট বদল করতে পারবেন না। তিনি বলেন, “আমরা এই বিষয়টি ভেবে দেখব কী করা যায়।”

অর্থনীতিতে এই সিদ্ধান্তের প্রভাব:

ব্যক্তিগত অভিজ্ঞতা এবং অনানুষ্ঠানিক সমীক্ষার বরাত দিয়ে দাস বলেন, অর্থনৈতিক কার্যকলাপে এর কোনও প্রভাব পড়বে না। ২,০০০ টাকার নোট অর্থনৈতিক ক্রিয়াকলাপের জন্য খুব কমই ব্যবহৃত হয়।

Next Article