
দেশের ব্যাঙ্কগুলো শুধুমাত্র ভারতের রিজার্ভ ব্যাঙ্কের অধীনে কাজ করে এমন নয়, নন-ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সংস্থাগুলোও পড়ে আরবিআইয়ের অধীনে। আর তাদের অধীনে থাকা সংস্থাগুলো যদি কোনও নিয়ম না মানে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে রিজার্ভ ব্যাঙ্ক। আর এবার কলকাতার ৫ সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করল তারা।
কলকাতার ৫ সংস্থা ছাড়াও ভুবনেশ্বরের অধিকার মাইক্রোফাইন্যান্স প্রাইভেট লিমিটেডের লাইসেন্সও বাতিল করেছে রিজার্ভ ব্যাঙ্ক। কলকাতার ৫টি সংস্থার মধ্যে ওফিন লিসিং অ্যান্ড ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড তাদের লাইসেন্স পেয়েছিল ২০০৮ সালের ১৩ মার্চ। ১৯৯৯ সালের ৯ সেপ্টেম্বর লাইসেন্স পায় আউটরাম প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড। এসসিএম হোল্ডিং প্রাইভেট লিমিটেড লাইসেন্স পেয়েছিল ১৯৯৯ সালের ২৪ সেপ্টেম্বর। কলস ব্যাপার প্রাইভেট লিমিটেড তাদের লাইসেন্স পায় ২০০৫ সালের ৩০ ডিসেম্বর। আর ২০০৬ সালের ৬ ফেব্রুয়ারি লাইসেন্স পায় এভারেস্ট বিনিময় প্রাইভেট লিমিটেড।
রিজার্ভ ব্যাঙ্ক নোটিস দিয়ে জানিয়েছে যে ১৯৩৪ সালের আরবিআই আইনের সেকশন ৪৫-আইএ(৬) অনুযায়ী এই নন-ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সংস্থাগুলোর সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন বাতিল করছে তারা।