RBI: ইচ্ছাকৃত ঋণখেলাপিদের রেহাই নেই, কঠোর নিয়ম আনতে চলেছে আরবিআই

Loan defaulters: অনেকে আর্থিক অভাবের জন্য পরিশোধ করতে পারেন না তো অনেকে ইচ্ছাকৃতভাবে ঋণ শোধ করেন না। তবে এবার ইচ্ছাকৃত ঋণখেলাপিদের জন্য কঠোর নিয়ম তৈরি করতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে পদক্ষেপের এই প্রস্তাবের বিষয়ে বিনিয়োগকারীরা তাঁদের পরামর্শ জানাতে পারেন।

RBI: ইচ্ছাকৃত ঋণখেলাপিদের রেহাই নেই, কঠোর নিয়ম আনতে চলেছে আরবিআই
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

| Edited By: Sukla Bhattacharjee

Sep 23, 2023 | 1:35 AM

নয়া দিল্লি: অনেকেই ব্যাঙ্ক থেকে ঋণ নেন অথচ সেটা পরিশোধ করেন না। অনেকে আর্থিক অভাবের জন্য পরিশোধ করতে পারেন না তো অনেকে ইচ্ছাকৃতভাবে ঋণ শোধ করেন না। তবে এবার ইচ্ছাকৃত ঋণখেলাপিদের জন্য কঠোর নিয়ম তৈরি করতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। এই নিয়ম মোতাবেক, যাদের ২৫ লক্ষ টাকা বা তার বেশি ঋণ রয়েছে এবং পরিশোধ করার ক্ষমতা থাকা সত্ত্বেও ঋণ পরিশোধ করতে অস্বীকার করছে, তাদের ইচ্ছাকৃত ঋণখেলাপিদের (Loan defaulters) বিভাগে অন্তর্ভুক্ত করা হবে। তারপর তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।

RBI পরামর্শ চেয়েছে

আরবিআই নতুন খসড়ার বিষয়ে বিনিয়োগকারীদের কাছ থেকে পরামর্শ চেয়েছে। আরবিআইয়ের নতুন প্রস্তাব মোতাবেক ইচ্ছাকৃত ঋণখেলাপিদের সনাক্তকরণ প্রক্রিয়াটি আরও সহজ হবে। ফলে কেউ ইচ্ছাকৃত ঋণ পরিশোধে অনীহা প্রকাশ করলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। ঋণ আদায়ের জন্য ঋণগ্রহীতার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া যাবে।

আরবিআই তার প্রস্তাবে আরও বলেছে যে, ইচ্ছাকৃত ঋণখেলাপিরা আর ঋণের সুবিধা পাবে না। এছাড়া অন্য কোনও কোম্পানির সঙ্গে ব্যবসায় যোগ দিতে পারবে না।

ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে পদক্ষেপের এই প্রস্তাবের বিষয়ে বিনিয়োগকারীরা আগামী ৩১শে অক্টোবর পর্যন্ত তাঁদের পরামর্শ জানাতে পারেন বলেও উল্লেখ করেছে আরবিআই।