প্রতীকী ছবি
ফাইল ছবি
ফাইল ছবি
এই ব্যাঙ্কগুলিকে RBI বিশেষ নজর দিয়ে থাকে। এই ব্যাঙ্কগুলির উপরই আবার কেন্দ্রীয় ব্যাঙ্ক কড়া নির্দেশিকা আরোপ করে থাকে। যাতে ভারতের মধ্যে তারা নিরাপদ ব্যাঙ্ক হতে পারে।
এই ব্যাঙ্কগুলিকে একটি নির্দিষ্ট পরিমাণ ঝুঁকির সম্পত্তি টায়ার-১ ইক্যুইটি হিসেবে রাখতে হয়। যেমন SBI ০.৬০ শতাংশ রাখে এবং HDFC ও ICICI ব্যাঙ্ককে ০.২০ শতাংশ করে জমা রাখতে হয়।