
অগস্টেই ঘোষণা হওয়ার কথা রিজার্ভ ব্যাঙ্কের ঋণ নীতি। আর তার আগেই আরবিআই গভর্নএ সঞ্জয় মালহোত্রার বক্তব্যে যেন কিছুটা ধাক্কা খেলও দেশের মধ্যবিত্ত মানুষ। দেশের বর্তমান মূল্যবৃদ্ধির হার অনেকটাই কম থাকায় সাধারণ মানুষ থেকে বিশেষজ্ঞ, মনে করেছিলেন ফের কিছুটা কমবে আরবিআইয়ের রেপো রেট। ফলে, কমবে সুদের হারও। আর তাতে লাভবান হবেন দেশের সাধারণ মানুষই। কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের বক্তব্যে সেই আশায় যেন সিঁদুরে মেঘ দেখছেন দেশের আমজনতা।
কী বলেছেন সঞ্জয় মালহোত্রা? রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর বলেন, দেশের বর্তমান মূল্যবৃদ্ধির হার ২.১ শতাংশ, যা গত ৬ বছরে সবচেয়ে কম। এই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও আগামীতে কেমন থাকে সেদিকেই তাকিয়ে রয়েছে আরবিআই। আর দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক সেদিক হিসাবে করেই সিদ্ধান্ত নেবে তারা সুদের হার কমাবে কি না।
বিশেষজ্ঞমহল মনে করছে, খাতায় কলমে দেশের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে থাকলেও খুচরো বাজার থেকে জিনিসপত্র কিনতে গিয়ে হাত পুড়ছে আমজনতার। বেড়েছে দৈনন্দিন ব্যাবহারের একাধিক জিনিসের দামও। আর সেই কারণেই রিজার্ভ ব্যাঙ্ক এখনই রেপো রেট কমানোর কথা ভাবছে না।
তবে, আরবিআই গভর্নর জানিয়েছেন, দেশের আর্থিক বৃদ্ধিকে আরও তরান্বিত করতে উপযুক্ত ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাঙ্ক। আর সেদিকেই তাকিয়ে রয়েছে দেশের বাণিজ্যমহল।