2000 Note: ২০০০ টাকার নোটের কত টাকা ব্যাঙ্কে ফেরত এসেছে শুনলে অবাক হবেন

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Sep 04, 2023 | 1:31 AM

RBI: ৩১ জুলাই পর্যন্ত প্রায় ৩.১৪ লক্ষ কোটি টাকার ২০০০ টাকার নোট ব্যাঙ্কগুলিতে ফিরে এসেছিল। যা বাজারে থাকা মোট ২০০০ টাকার নোটের ৮৮ শতাংশ ফলে জানিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক।

2000 Note: ২০০০ টাকার নোটের কত টাকা ব্যাঙ্কে ফেরত এসেছে শুনলে অবাক হবেন
প্রতীকী ছবি।
Image Credit source: TV9 Bharatvarsh

Follow Us

নয়া দিল্লি: চলতি মাসেই ২০০০ টাকার (2000 note) নোটের ব্যবহারের সময়সীমা শেষ হয়ে যাবে। যাঁদের কাছে ২০০০ টাকার নোট গচ্ছিত ছিল, তাঁদের অধিকাংশই ইতিমধ্যে সেই নোট ব্যাঙ্কে জমা দিয়েছেন। তবে এখনও কিছুটা বাকি রয়েছে বলে জানাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। RBI-এর মতে, এখনও পর্যন্ত ৩.৩২ লক্ষ কোটি মূল্যের ২০০০ টাকার নোট ব্যাঙ্কিং সিস্টেমে ফিরে এসেছে। অর্থাৎ বাজারে ছাড়া ২০০০ টাকার নোটের প্রায় ৯৩ শতাংশই ব্যাঙ্কে ফিরে এসেছে। চলতি মাসের মধ্যে বাকি নোট ফিরে আসবে বলে আশাবাদী RBI কর্তা শক্তিকান্ত দাস।

RBI-এর পরিসংখ্যান অনুযায়ী,৩১ অগস্ট ব্যবসা বন্ধ হওয়া পর্যন্ত বাজারে ০.২৪ লক্ষ কোটি মূল্যের ২০০০ টাকার নোট পাওয়া যায়। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ব্যাঙ্কিং ব্যবস্থায় ফিরে আসা ৩.৩২ লক্ষ কোটি মূল্যের মধ্যে ২০০০ টাকার নোটের প্রায় ৮৭ শতাংশ সাধারণ মানুষ জমা করেছেন। এখনও পর্যন্ত যাঁরা ২০০০ টাকার নোট জমা করেননি, তাঁদের যত তাড়াতাড়ি সম্ভব ব্যাঙ্কে জমা দেওয়ার কথা জানাচ্ছে আরবিআই।

৩১ জুলাই পর্যন্ত প্রায় ৩.১৪ লক্ষ কোটি টাকার ২০০০ টাকার নোট ব্যাঙ্কগুলিতে ফিরে এসেছিল। যা বাজারে থাকা মোট ২০০০ টাকার নোটের ৮৮ শতাংশ ফলে জানিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক।

ব্যাঙ্কে ২০০০ টাকা জমা দেওয়ার সময়সীমা 

গত ১৯ মে রিজার্ভ ব্যাঙ্ক ২০০০ টাকার নোট প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছিল। সেই সময় ব্যাঙ্কে নোট বদলের জন্য ২৩ মে পর্যন্ত সময়সীমা জারি করেছিল আরবিআই। তবে ব্যাঙ্কে নোট জমা দেওয়ার শেষ দিন ৩০ সেপ্টেম্বর ধার্য করেছে রিজার্ভ ব্যাঙ্ক। অর্থাৎ ৩০ সেপ্টেম্বরের পর আর ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দেওয়া যাবে না।

Next Article