RBI on UPI: পাসওয়ার্ড ছাড়া কত টাকার লেনদেন করা যাবে UPI-তে, জানাল আরবিআই

RBI on UPI: আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন যেখানে ইন্টারনেট বা টেলিকম যোগাযোগ ব্যবস্থা দুর্বল বা আদৌ উপলব্ধ নয়, সেখানে এই লেনদেনের ক্ষেত্রে সুবিধা হবে।

RBI on UPI: পাসওয়ার্ড ছাড়া কত টাকার লেনদেন করা যাবে UPI-তে, জানাল আরবিআই
শক্তিকান্ত দাস

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 11, 2023 | 6:37 AM

নয়া দিল্লি: সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে ইউপিআই লাইট চালু করা হয়েছে আগেই। এবার সেই মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনল আরবিআই। ইউপিআই-এর মাধ্যমে লেনদেনের সীমা বাড়ানোর কথা ঘোষণা করেছেন আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস। ইউপিআই লাইটের মাধ্যমে ৫০০ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে এবার থেকে। তার জন্য কোনও পিন নম্বরেরও প্রয়োজন হবে না। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে সবার জন্য চালু করা হয়েছিল এই ইউপিআই লাইট।

যাঁরা ইউপিআই-এর মাধ্যমে লেনদেন করেন, তাঁরা প্রত্যেকেই ইউপিআই লাইট ব্যবহার করতে পারেন। আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন যেখানে ইন্টারনেট বা টেলিকম যোগাযোগ ব্যবস্থা দুর্বল বা আদৌ উপলব্ধ নয়, সেখানে এই লেনদেনের ক্ষেত্রে সুবিধা হবে। ইউপিআই-এর মাধ্যমে এক লক্ষ টাকার লেনদেন করা যায়। আর লাইটে লেনদেন হবে ৫০০ টাকার। প্রয়োজন হবে না কোনও পিন বা পাসওয়ার্ডের।

নতুন পদ্ধতিতে কথোপকথনের মাধ্যমেও লেনদেনের সুবিধা থাকবে। রিজার্ভ ব্যাঙ্কের বিবৃতি অনুযায়ী, ব্যবহারকারীরা এআই সিস্টেমের সঙ্গে কথা বলতে পারবে। সম্পূর্ণ নিরাপদ লেনদেন হবে বলেও জানিয়েছেন গভর্নর। শীঘ্রই স্মার্টফোনে এই সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। হিন্দি এবং ইংরেজি ছাড়াও এই সুবিধা অন্যান্য ভারতীয় ভাষাতেও উপলব্ধ হবে।