Gold: বাজারমূল্যের থেকে কম দামে সোনা বিক্রি করছে সরকার

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Sep 12, 2023 | 9:00 AM

SGB: বাজারমূল্যের থেকে অনেক কম দামে মিলবে সোনার বন্ড। ১১ সেপ্টেম্বর, সোমবার থেকে কম দামে ২০ কেজি পর্যন্ত সোনা কিনতে পারবেন। সার্বভৌম গোল্ড বন্ডস্কিমের দ্বিতীয় সিরিজের অধীনে RBI এই সস্তায় সোনা কেনার সুযোগ দিচ্ছে। আপনি ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই সোনার বন্ডগুলি কিনতে পারবেন।

Gold: বাজারমূল্যের থেকে কম দামে সোনা বিক্রি করছে সরকার
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: সোনা-ই ভবিষ্যতের সম্পদ। তাই সোনায় বিনিয়োগ করতে পরালে সেটা ভবিষ্যতে বিশেষ সুবিধা দেয়। বর্তমানে বাজারে সোনার দাম (Gold price) ৬০ হাজারের দোরগোড়ায়। তবে এবার দেশবাসীর জন্য বিশেষ সুযোগ এনেছে নরেন্দ্র মোদীর সরকার। বাজারমূল্যের থেকে অনেক কম দামে মিলবে সোনার বন্ড। ১১ সেপ্টেম্বর, সোমবার থেকে কম দামে ২০ কেজি পর্যন্ত সোনা কিনতে পারবেন। সার্বভৌম গোল্ড বন্ড (SGB) স্কিমের দ্বিতীয় সিরিজের অধীনে RBI এই সস্তায় সোনা কেনার সুযোগ দিচ্ছে। আপনি ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই সোনার বন্ডগুলি কিনতে পারবেন। কীভাবে, কোথায় এবং কত সস্তায় সোনা কিনতে পারবেন জেনে নিন…

সার্বভৌম গোল্ড বন্ডটি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) কেন্দ্রীয় সরকারের তরফে জারি করে। এই স্কিমের অধীনে আপনি অনলাইন এবং অফলাইন উভয় উপায়েই সোনা কিনতে পারবেন। বিশেষ বিষয় হল, সোনার বন্ড GST-এর আওতায় আসে না। আর আপনিও নিশ্চিত রিটার্ন পাবেন।

অনলাইনে কিনলে ডিসকাউন্ট পাবেন

পাঁচ দিনের জন্য সোনার বন্ডের ইস্যু মূল্য প্রতি গ্রাম ৫,৯২৩ টাকা নির্ধারণ করা হয়েছে। অনলাইনে আবেদন করা এবং ডিজিটাল মাধ্যমে অর্থপ্রদানকারী বিনিয়োগকারীরা নির্দিষ্ট মূল্য থেকে প্রতি গ্রাম সোনায় ৫০ টাকা ছাড় পাবেন। অর্থাৎ অনলাইন বিনিয়োগকারীদের জন্য সোনার বন্ডের ইস্যু মূল্য প্রতি গ্রাম ৫,৮৭৩ টাকা রাখা হয়েছে।

সার্বভৌম গোল্ড বন্ডে বিনিয়োগ কোথায় পাবেন?

১) ব্যাংক থেকে অনলাইন এবং অফলাইনে SGB কিনতে পারেন।
২) পোস্ট অফিস থেকেও কেনাকাটা করা যায়।
৩) স্টক হোল্ডিং কর্পোরেশনের মাধ্যমে ক্রয় করা সম্ভব।
৪) আপনি BSE এবং NSE প্ল্যাটফর্ম থেকে সোনার বন্ড কিনতে পারেন।

Next Article