Debit-Credit Card: নতুন নিয়ম আনছে RBI, ডেবিট-ক্রেডিট কার্ডের গ্রাহকেরা পাবেন বিশেষ সুবিধা
RBI: রিজার্ভ ব্যাঙ্কের নতুন নিয়ম চালু হলে মাস্টার কার্ড, ভিসা কার্ড, আমেরিকান এক্সপ্রেস কার্ড বা ভারত সরকারের রূপে কার্ড হোক- সব কার্ড থেকেই পেমেন্ট করা যাবে।
নয়া দিল্লি: দেশে হোক বা বিদেশে, গ্রাহকদের সুবিধা দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। বিশেষত, ডেবিট বা ক্রেডিট কার্ড নিয়ে গ্রাহকদের যাতে দেশের বাইরে গিয়ে সমস্যায় পড়তে না হয়, তার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে RBI। বর্তমানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন পেমেন্ট নেটওয়ার্ক রয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের নতুন উদ্যোগ ফলপ্রসূ হলে সারা দেশে বিভিন্ন কার্ডের জন্য একই ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্কের এই নতুন নিয়মে কী ভাবে সুবিধা পাবেন, জেনে নিন।
কীভাবে উপকার পাবেন?
ধরুন, আপনার কাছে আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড এবং ভিসা কার্ড দুটোই আছে। কিন্তু অনেকবার দেখা গিয়েছে যে, আপনি যখন আপনার আমেরিকান এক্সপ্রেস দিয়ে টাকা দিতে চান, তখন তা সম্ভব হয় না। এটি হয় বিভিন্ন নেটওয়ার্ক পেমেন্ট সিস্টেমের ভিন্নতার কারণে। রিজার্ভ ব্যাঙ্কের নতুন নিয়ম চালু হলে মাস্টার কার্ড, ভিসা কার্ড, আমেরিকান এক্সপ্রেস কার্ড বা ভারত সরকারের রূপে কার্ড হোক- সব কার্ড থেকেই পেমেন্ট করা যাবে।
রিজার্ভ ব্যাঙ্কের নতুন নিয়ম চালু হলে গ্রাহকদের জন্য অনেক সুবিধা হবে বলে মনে করেন ব্যাঙ্কিং বিশেষজ্ঞ অশ্বিনী রানা। তিনি জানান, সব দোকানদার সব ধরনের কার্ডে পেমেন্ট গ্রহণ করতে সক্ষম হন না। ফলে কোথাও ভিসা কার্ড কাজ করে না তো কিছু জায়গায় মাস্টার কার্ড কাজ করে না। আরবিআই-এর নতুন নিয়মের ফলে এই সমস্যা দূর হবে। যে কোনও কার্ড নেটওয়ার্ক থেকে পেমেন্ট করা যাবে।
Rupay কার্ডে বিশেষ সুবিধা
যদি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড সংক্রান্ত নিয়ম পরিবর্তন করা হয় তাহলে তার সবচেয়ে ইতিবাচক প্রভাব পড়বে রূপে কার্ডে। ব্যাঙ্কিং বিশেষজ্ঞদের একাংশের মতে, দেশে Rupay কার্ডের প্রচার করতে রিজার্ভ ব্যাঙ্ক এই সিদ্ধান্ত আনছে। আমেরিকান ভিসা এবং মাস্টারকার্ডে সব ধরনের সুবিধা পাওয়া যায়। এবার RuPay কার্ডে সব সুবিধা পাওয়া যাবে।D