
বাজারে আসতে চলেছে নতুন ৫০ টাকার নোট। বুধবার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে সেই খবর। রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান গভর্নর সঞ্জয় মালহোত্রার সই থাকবে সেই নোটে। এরপর থেকেই আরও একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দেশবাসীর মনে। তাহলে কি বাতিল হয়ে যাবে পুরনো ৫০ টাকার নোট?
গত বছরের ডিসেম্বর মাসেই প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাসের জায়গায় দায়িত্ব গ্রহণ করেন সঞ্জয় মালহোত্রা। আরবিআই সূত্রে খবর, নতুন এই ৫০ টাকার নোটগুলির নকশা, নতুন মহাত্মা গান্ধী সিরিজের বাকি নোটগুলির মতোই হবে।
শীঘ্রই বাজারে নতুন নোট ছাড়া হবে। তবে আরবিআই এর সঙ্গে এটাও স্পষ্ট করে দিয়েছে যে, পুরনো নোট এখন বাতিল হচ্ছে না। বাজারে উপলব্ধ ফ্লুরোসেন্ট রঙের, পিছনে হাম্পির ছবি আঁকা ৫০ টাকার নোটও ব্যবহার করা যাবে। তা বাতিল হচ্ছে না। দুটি নোট বৈধ হিসাবে ধরে নেওয়া হবে। নতুন মহাত্মা গান্ধী সিরিজ অনুসারে, ৫০ টাকার নোটের আকার হবে ৬৬মিমি x ১৩৫মিমি।
প্রসঙ্গত, আরবিআই জানায় দেড় বছরের বেশি সময় হয়ে গিয়েছে ২০০০টাকার নোট বাতিল হয়েছে। এখনও অবধি বেশ কিছু নোট বাজারে রয়েছে। ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত ৯৮.১৫% নোট রিজার্ভ ব্যাঙ্কে ফিরে এসেছে, যদিও এখনও ৬,৫৭৭ কোটি টাকা মূল্যের ২০০০ টাকার নোটের কোনও হদিস নেই। আরবিআইয়ের তথ্য অনুসারে, ৩১ ডিসেম্বর পর্যন্ত বাজারে ৬,৬৯১ কোটি টাকার নোট ছিল। ক্লিন নোট নীতির অধীনে, কেন্দ্রীয় ব্যাঙ্ক, ১৯ মে ২০২৩ তারিখে দেশে প্রচলিত ২০০০ টাকার নোট প্রত্যাহারের ঘোষণা করে।