
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এবার একটা নতুন নিয়ম নিয়ে এল। আর এতে সাধারণ মানুষের যে অনেক সুবিধা হবে তা বলার অপেক্ষা রাখে না। নতুন এই নিয়ম কার্যকর হয়েছে জুন মাসের ১২ তারিখ থেকে। এই নিয়ম অনুযায়ী কোনও ব্যাঙ্কের যে কোনও শাখা থেকে ভিডিয়ো কেওয়াইসি বা সেই ব্রাঞ্চে কেওয়াইসি করিয়ে নিজের পুরনো বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্ট সক্রিয় করতে পারবেন গ্রাহক।
কোনও অ্যাকাউন্ট যদি ১০ বছর বা তার বেশি সময় ধরে ব্যবহার না করা হয় তাহলে সেই অ্যাকাউন্টকে নিষ্ক্রিয় ঘোষণা করে সংশ্লিষ্ট ব্যাঙ্ক। একই ভাবে কোনও আমানত যদি ১০ বছরের বেশি সময় ধরে কেউ দাবি না করে তবে এই দাবিহীন আমানত নিষ্ক্রিয় বলে মনে করে রিজার্ভ ব্যাঙ্ক।
বর্তমানে গ্রাহকরা এই ধরণের আমানতকে সক্রিয় করার জন্য সংশ্লিষ্ট ব্যাঙ্কের যে কোনও শাখায় কেওয়াইসি আপডেট করতে পারবেন। আগে যে শাখায় অ্যাকাউন্ট খোলা হত, সেই শাখাতেই কেওয়াইসি আপডেট করতে যেতে হত। বর্তমানে ডিজিটাইজেশনের যুগে আর সেই প্রয়োজন নেই বলেই জানাচ্ছে আরবিআই।