Real Estate: দীপাবলিতে বাড়ি সাজানো নয়, পড়েছে নতুন বাড়ি কেনার ধুম! কেন এখনই সম্পত্তি কেনার সেরা সময় জানেন?

Buying Home: ম্যাজিকব্রিকস কোম্পানির ফিন্যান্স হেড, হীতেশ উপ্পল বলেন, "গত বছরের তুলনায় এ বছরে জমি-বাড়ির দাম ২০ শতাংশ বাড়লেও, বাড়ি কেনার হার বেড়েছে। এতেই বোঝা যাচ্ছে যে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের মধ্য়ে নতুন সম্পত্তির চাহিদা রয়েছে।"

Real Estate: দীপাবলিতে বাড়ি সাজানো নয়, পড়েছে নতুন বাড়ি কেনার ধুম! কেন এখনই সম্পত্তি কেনার সেরা সময় জানেন?
প্রতীকী চিত্রImage Credit source: Pixabay
Follow Us:
| Updated on: Oct 24, 2024 | 4:10 PM

নয়া দিল্লি: উৎসবের মরশুম চলছে। সামনেই দীপাবলি। আলোর উৎসবে সকলে নিজের বাড়ি-ঘরকে সুন্দর করে সাজিয়ে তোলেন। চুটিয়ে কেনাকাটা চলে নতুন জিনিসপত্রের। তবে এবার শুধু বাড়ির অন্দরসজ্জা নয়, বরং নতুন বাড়ি কেনারই ধুম উঠেছে। ফ্ল্যাট হোক বা বাংলো, উৎসবের মরশুমে বাড়বাড়ন্ত রিয়েল এস্টেট ব্যবসার।

মাথার উপরে পাকা-স্থায়ী ছাদের স্বপ্ন থাকে সবার। তবে যেভাবে জমির দাম বাড়ছে, তাতে অনেকেই ভাবনাচিন্তা করেও পিছিয়ে আসতে বাধ্য হচ্ছেন। তবে উৎসবের মরশুমে রিয়েল এস্টেট মার্কেটের চিত্রটা অনেকটাই বদলেছে। বড় মাপের নির্মাণ প্রকল্প, বাজেটের মধ্য়ে দাম, উৎসবের মরশুমে বিশেষ ছাড়ের মতো নানা লোভনীয় অফারে অনেকেই এই সময়ে বাড়িঘর কিনছেন।

আর শুধু তো রিয়েল এস্টেট ব্যবসাতেই লাভ নয়, হাউসিং সংক্রান্ত অন্যান্য ব্যবসা যেমন ইলেকট্রিক্যাল জিনিস থেকে শুরু করে ইন্টেরিয়র ডেকরেশনের মতো নানা ব্যবসাও লাভের মুখ দেখছে। একদিকে দামি বাড়ি ঘরের যেমন চাহিদা বাড়ছে, তেমনই নির্মীয়মাণ সম্পত্তির বিক্রিও ক্রমশ বাড়ছে।

ম্যাজিকব্রিকস কোম্পানির ফিন্যান্স হেড, হীতেশ উপ্পল বলেন, “গত বছরের তুলনায় এ বছরে জমি-বাড়ির দাম ২০ শতাংশ বাড়লেও, বাড়ি কেনার হার বেড়েছে। এতেই বোঝা যাচ্ছে যে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের মধ্য়ে নতুন সম্পত্তির চাহিদা রয়েছে। প্রস্তুতকারকরাও উৎসবের মরশুমে বিভিন্ন ছাড়, সহজ পেমেন্ট প্ল্যানের সুবিধা দিচ্ছেন, যাতে বাড়ি কেনা আরও সহজ হচ্ছে।”

দেশের অন্যতম বড় রিয়েল এস্টেট সংস্থা সাপুরজি পালোনজির চিফ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার পি রাজেন্দ্রনও বলেন, “উৎসবের মরশুমে প্রতিবারের মতো এবারও রিয়েল এস্টেট মার্কেট বৃদ্ধি হচ্ছে। বহু মানুষই শুভ সময়ে নতুন ঘর কেনা বা তৈরিতে বিনিয়োগ করতে চাইছেন।”