মুম্বই: ২০০ কোটি থেকে এবার ৪০০ কোটি। ৩ দিনের মধ্যে ফের প্রাণনাশের হুমকি পেলেন রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান (Reliance chairman) মুকেশ আম্বানি। এবার ৪০০ কোটি টাকা না দিলে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়েছে মুকেশ আম্বানিকে। এই নিয়ে গত কয়েকদিনে পরপর ৩টি প্রাণনাশের হুমকি মেল পেলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)।
কেবল ভারত নয়, বিশ্বের অন্যতম ধনী ব্যবসায়ী হলেন মুকেশ আম্বানি। গত ২৭ অক্টোবর, শুক্রবার প্রথম ই-মেল মারফৎ প্রাণনাশের হুমকি দেওয়া হয় রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যানকে। সেই ই-মেলে ২০ কোটি টাকা দেওয়ার দাবি জানানো হয়। টাকা না দিলে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হবে বলে শিল্পপতিকে হুমকি দেওয়া হয়। সেই হুমকির একদিন পর ২০০ কোটি টাকা চেয়ে প্রাণনাশের হুমকি মেল দেওয়া হয়। তারপর ফের সোমবার হুমকি মেল পেলেন মুকেশ আম্বানি।
ইতিমধ্যে মুকেশ আম্বানিকে দেওয়া প্রাণনাশের হুমকি-মেলের তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। যে ই-মেল আইডি থেকে হুমকি মেলগুলি পাঠানো হচ্ছে, সেটিও পাওয়া গিয়েছে। পুলিশ জানায়, মুকেশ আম্বানিকে পাঠানো ৩টি হুমকি মেল একটি আইডি থেকেই পাঠানো হয়েছে। শাদাব খান নামে এক ব্যক্তির মেল আইডি থেকে মেলগুলি পাঠানো হয়েছে। বেলজিয়াম থেকে মেলগুলি পাঠানো হয়েছে। তবে এই মেল আইডি ভুয়ো নাকি এর সত্যতা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। শীঘ্রই কালপিট ধরা পড়বে বলে আশাবাদী মুম্বই পুলিশ।
প্রসঙ্গত, গত বছরও প্রাণনাশের হুমকি পেয়েছিলেন মুকেশ আম্বানি। তাঁর পরিবারকে হত্যা করা এবং মুম্বইয়ে রিলায়েন্স গোষ্ঠীর হাসপাতাল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। এই ঘটনায় বিহারের দ্বারভাঙা থেকে এক ব্যক্তিকে গ্রেফতারও করে পুলিশ।