নয়া দিল্লি: ২জি, ৩জি অতীত হয়েছে। বর্তমানে ৪জি থেকে ৫জি-র দিকে এগোতে শুরু করেছে ভারত-সহ গোটা দুনিয়া। তবে খুব শীঘ্রই আরও এক বিপ্লব ঘটতে চলেছে টেলিকম দুনিয়ায়। এবার কথা হবে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে। এমনই পরিকল্পনা করেছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও।
বর্তমানে টেলিকম পরিষেবায় অন্যতম নাম রিলায়েন্স জিও। খুব শীঘ্রই রিলায়েন্স জিও স্যাটেলাইট ভিত্তিক যোগাযোগ পরিষেবা শুরু করার অধিকার পেতে পারে। শীঘঅরই স্যাটেলাইট ভিত্তিক গিগাবিট ফাইবার পরিষেবা চালু করতে পারে রিলায়েন্স জিও। এর জন্য চলতি মাসেই ‘ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার (IN-SPACE)’ থেকে অনুমতি পেতে পারে মুকেশ আম্বানির এই সংস্থা।
সূত্রের খবর, স্যাটেলাইট ভিত্তিক যোগাযোগ পরিষেবা পাওয়ার জন্য ইতিমধ্যে রিলায়েন্স জিও IN-SPACE-এ প্রয়োজনীয় নথি জমা দিয়েছে। ‘ইন-স্পেস’ দেশের মহাকাশ খাতের নিয়ন্ত্রক। ভারতে যে কোনও ধরনের গ্লোবাল স্যাটেলাইট ব্যান্ডউইথ যোগাযোগ স্থাপনের জন্য ‘মহাকাশে’ অনুমোদন পাওয়া বাধ্যতামূলক।
মহাকাশে অনুমোদন পাওয়া কঠিন
স্যাটেলাইট কমিউনিকেশন সার্ভিস সেটআপ করার জন্য ‘ইন-স্পেস’-এ অনুমতি পাওয়া যথেষ্ট কঠিন। এই অনুমতি পাওয়ার জন্য কেবল একটি বিভাগের অনুমোদন যথেষ্ট নয়, অনেক মন্ত্রকের অনুমতি ও নিরাপত্তা ছাড়পত্র পাওয়া জরুরি। যদিও এই বিষয়ে বা রিলায়েন্স জিও-র অনুমোদনের আবেদন সম্পর্কে ইন-স্পেস চেয়ারম্যান কোনও মন্তব্য করতে নারাজ।
প্রসঙ্গত, রিলায়েন্স জিও-র মতো ভারতী এয়ারটেলও ইতিমধ্যে ৪জি-র পর ৫জি পরিষেবার দিকে ঝুঁকতে শুরু করেছে। ভারতী এয়ারটেল ইতিমধ্যেই এই সেক্টরে তাদের ওয়ানওয়েব পরিষেবা চালু করেছে। ইলন মাস্কের স্টারলিঙ্কও শীঘ্রই ভারতে এমন একটি পরিষেবা চালু করতে পারে বলে সূত্রের খবর। এমনকি অ্যামাজন এবং টাটাও এই বিভাগে প্রবেশ করার কথা জানিয়েছে।