Mukesh Ambani: ফের শীর্ষে মুকেশ অম্বানি

Apr 03, 2024 | 9:12 PM

Mukesh Ambani: ফোর্বসের তালিকায় অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ১৯৪ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন। চতুর্থ স্থানে রয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। পাঁচ নম্বরে আছেন ল্যারি এলিসন, যিনি ওরিকেল কোম্পানি চালান।

Mukesh Ambani: ফের শীর্ষে মুকেশ অম্বানি
মুকেশ অম্বানী।
Image Credit source: TV9 Bharatvarsh

Follow Us

নয়া দিল্লি: ফের শীর্ষে উঠে গেলেন মুকেশ অম্বানি। ফোর্বস সম্প্রতি বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে। ফোর্বসের প্রকাশিত ২০২৪ সালের বিলিয়নিয়ারদের তালিকা বলছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এশিয়ার মধ্যে এক নম্বরে রয়েছেন। একইসঙ্গে তিনি ফোর্বসের তালিকায় সমগ্র বিশ্বের তালিকায় শীর্ষ দশে রয়েছেন। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসাবে উঠে এসেছেন LVMH এর মালিক বার্নার্ড আর্নল্ট। 

মঙ্গলবার প্রকাশিত ফোর্বসের তালিকায় এক নম্বরে উঠে এসেছেন ফ্রান্সের বার্নার্ড আরনাল্ট ও তার পরিবার। বার্নার্ড আর্নল্ট ২৩৩ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম স্থান উঠে এসেছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন আমেরিকার টেসলা এবং স্পেসএক্স কোম্পানির মালিক এলন মাস্ক। যার মোট সম্পদের পরিমাণ ১৯৫ বিলিয়ন ডলার বলে জানা যাচ্ছে। তিন নম্বরে জেফ বেজোস। 

ফোর্বসের তালিকায় অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ১৯৪ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন। চতুর্থ স্থানে রয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। পাঁচ নম্বরে আছেন ল্যারি এলিসন। যাঁর হাতে রয়েছে ওরিকেল। সূত্রের খবর, তাঁর মোট সম্পদ ১৪১ বিলিয়ন মার্কিন ডলার। ওয়ারেন বাফেট এই তালিকার ষষ্ঠ স্থানে রয়েছেন। তাঁর হাতে রয়েছে ১৩৩ বিলিয়ন মার্কিন ডলার।

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ফোর্বসের তালিকায় ১২৮ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন। ১২১ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে আট নম্বরে রয়েছেন স্টিভ বলমার। ভারতের মুকেশ আম্বানি ১১৬ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে নবম স্থানে রয়েছেন। একইসঙ্গে অ্যালফাবেটের সিইও ল্যারি পেজ রয়েছেন দশম স্থানে। তাঁর মোট সম্পদের পরিমাণ ১১৪ বিলিয়ন মার্কিন ডলার। এদিকে ফোর্বস তালিকায় ফের শীর্ষ দশে অম্বানির নাম আসতেই তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। চলছে জোর চর্চা। 

Next Article