
মুম্বই: বড় সিদ্ধান্ত মুকেশ অম্বানীর। এক বড় সংস্থার সমস্ত শেয়ার বিক্রি করে দিতে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। ১৭ বছর ধরে এই সংস্থায় বিনিয়োগ ছিল রিলায়েন্সের।
রিপোর্ট অনুযায়ী, এশিয়ান পেইন্টসের শেয়ার বিক্রি করে দিতে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এশিয়ান পেইন্টসে ৪.৯ শতাংশ অংশীদারিত্ব ছিল। বিগত ১৭ বছর ধরে বিনিয়োগ ছিল রিলায়েন্সের, এবার তারা আলাদা হয়ে যাচ্ছে। জানা গিয়েছে, প্রতিযোগিতায় টিকে থাকা নিয়ে এশিয়ান পেইন্টসের উপরে ব্যাপক চাপ সৃষ্টি হয়েছিল। সেই কারণেই রিলায়েন্স এই সংস্থার অংশীদারিত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ব্যাঙ্ক অব আমেরিকাকে তাদের এই সরে আসার প্রক্রিয়া দেখার দায়িত্ব দিয়েছে। জানা গিয়েছে, এশিয়ান পেইন্টসের শেয়ারের বর্তমান যা দাম, তাতে ৬-৭ শতাংশ ছাড় দেওয়া হবে। বর্তমানে এশিয়ান পেইন্টসের এক-একটি শেয়ারের দাম ২৩২৩ টাকা। রিলায়েন্সের ৪.৯ শতাংশ অংশীদারিত্ব হিসাব করলে তার বাজারদর ১১ হাজার ১৪১ কোটি টাকা।
২০০৮ সালে রিলায়েন্স এশিয়ান পেইন্টসে ৫০০ কোটি টাকা বিনিয়োগ করেছিল। বর্তমানে ডিভিডেন্ডের হিসাব করলে, তা ২৪ গুণ রিটার্ন দেবে।
বিগত কয়েক বছর মার্কেট পারফরম্যান্স দেখলে, এশিয়ান পেইন্টসের শেয়ারে ব্যাপক পতন হয়েছে। বিগত দুই-তিন বছরে এশিয়ান পেইন্টসের শেয়ারে ২৭ শতাংশ পতন হয়েছে। বিড়লা ওপাস বর্তমানে এশিয়ান পেইন্টসের অন্য়তম প্রতিযোগী। এশিয়ান পেইন্টসের মার্কেট শেয়ারও ৫৯ শতাংশ থেকে কমে ৫২ শতাংশে পৌঁছেছে।