JIO Recharge Plan: ১৯৫ টাকাতেই ৯০ দিনের রিচার্জ! একাই বাজার কাঁপাচ্ছে জিয়ো, ধারেকাছেও নেই কেউ

Jio Plan: এক মাস নয়, একবারেই তিন মাসের রিচার্জের দারুণ প্ল্য়ান এনেছে রিলায়েন্স জিয়ো। এই রিচার্জ প্ল্যানের দাম মাত্র ১৯৫ টাকা। এত কম দামে এমন রিচার্জ প্ল্যান পাওয়া যায় না বললেই চলে।

JIO Recharge Plan: ১৯৫ টাকাতেই ৯০ দিনের রিচার্জ! একাই বাজার কাঁপাচ্ছে জিয়ো, ধারেকাছেও নেই কেউ
প্রতীকী চিত্রImage Credit source: X

|

Mar 04, 2025 | 5:57 PM

নয়া দিল্লি: মূল্যবৃদ্ধির বাজারে সবকিছুই দামী। মোবাইল রিচার্জও দামী হয়েছে পাল্লা দিয়ে। গত বছরের মাঝামাঝি সময়েই এক ধাক্কায় সমস্ত টেলিকম সংস্থাগুলি তাদের ট্যারিফ বাড়িয়েছিল। সেই সময় রিলায়েন্স জিয়োও রিচার্জের দাম বাড়িয়েছিল। তবে এই মূল্যবৃদ্ধির বাজারেও সস্তা রিচার্জ প্ল্যান এনেছে রিলায়েন্স জিয়ো।

এক মাস নয়, একবারেই তিন মাসের রিচার্জের দারুণ প্ল্য়ান এনেছে রিলায়েন্স জিয়ো। এই রিচার্জ প্ল্যানের দাম মাত্র ১৯৫ টাকা। এত কম দামে এমন রিচার্জ প্ল্যান পাওয়া যায় না বললেই চলে। তবে শুধু দীর্ঘ বৈধতা নয়, মিলবে আরও সুবিধা।

কী কী পাবেন এই প্ল্যানে?

  • এই প্ল্যানে আপনি পাবেন ১৫ জিবি হাই স্পিড ডেটা।
  • এর পাশাপাশি রিলায়েন্স জিয়ো দেবে জিয়ো হটস্টারের ফ্রি অ্যাক্সেস।
  • একমাত্র জিয়োই মাত্র ১৯৫ টাকায় ৯০ দিনের রিচার্জের বৈধতা দিয়েছে।
  • তবে এটি শুধুমাত্র ডেটা প্ল্যান। এতে ফ্রি কলিং বা এসএমএসের সুবিধা পাবেন না।

প্রতিযোগী সংস্থা এয়ারটেলের ১৮১ টাকার রিচার্জ প্ল্যান রয়েছে, যেখানে ১৫ জিবি ডেটা পাওয়া যাবে। তবে এর ভ্যালিডিটি মাত্র ৩০ দিনের।