
ইতিমধ্যে ভারতে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা শুরু করার অনুমোদন পেয়ে গিয়েছে ইলন মাস্কের স্টারলিঙ্ক। তারপরই ইলন মাস্ককে টক্কর দিতে মরিয়া মুকেশ অম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। আর তারপরই সামনে এসেছে দারুণ একটা খবর। এই খবর সত্যি হলে বদলে যাবে ভারতে ইন্টারনেটের ক্ষেত্রটাই।
সূত্রের খবর, এবার গুজরাটে তৈরি হতে চলেছে কেবল ল্যান্ডিং স্টেশন। সে রাজ্যের সরকার জানিয়েছে তারা দেশের সাবমেরিন কেবল ব্যবস্থায় যুক্ত হতে চলেছে। আর গুজরাটের এই স্বপ্নকে আকার দিতে, ৩ সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে মুকেশ অম্বানির রিলায়েন্সও।
এই কেবল ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে সমুদ্রের নীচে দিয়ে আসা ফাইবার অপটিক কেবলের মধ্যে দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ডেটা ভারতে আসে। আর দেশের ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেটের গতি বাড়িয়ে দেয়।
গুজরাট সরকার বলছে, তাদের পরিকল্পনা রয়েছে মোট ৪টি জায়গায় এই ধরণের কেবল ল্যান্ডিং স্টেশন তৈরি করার। যার মধ্যে দুটি দক্ষিণ গুজরাটে ও দুটি থাকবে সৌরাষ্ট্র অঞ্চলে।
উল্লেখ্য, ভারতে এখন মোট ১৭টি কেবল ল্যান্ডিং স্টেশন রয়েছে। মূলত কোচি, মুম্বই, চেন্নাই, তিরুবনন্তপুরমের মতো শহরে এই স্টেশনগুলো রয়েছে। এ ছাড়াও পশ্চিমবঙ্গের দিঘাতে জিও একটি কেবল ল্যান্ডিং স্টেশন বানাচ্ছে। যা ২০২৬ সালে চালু হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।