AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Reliance Power: ‘হিমালয়ের কোলে’ শক্তি তৈরি করবে অম্বানিরা! কত খরচ পড়বে জানেন?

Reliance Power in Bhutan: গ্রিন ডিজিটাল প্রাইভেট লিমিটেডের সঙ্গে যৌথ অংশীদারিত্বে ওই দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ উৎপাদনকারী কেন্দ্র তৈরি করবে অনিলের সংস্থা।

Reliance Power: 'হিমালয়ের কোলে' শক্তি তৈরি করবে অম্বানিরা! কত খরচ পড়বে জানেন?
প্রতীকী ছবিImage Credit source: Meta AI
Follow Us:
| Updated on: May 19, 2025 | 1:30 PM

নয়াদিল্লি: হাতে শক্তি পেল অনিল অম্বানির সংস্থা রিলায়েন্স পাওয়ার। তৈরি করতে চলেছে হাজার কোটির সৌরবিদ্যুৎ প্রকল্প। সোমবার সংস্থা তরফে জানানো হয়েছে, হিমালয়ে কোলে অবস্থিত পড়শি দেশ ভুটানের সঙ্গে হাত মিলিয়ে সেই প্রকল্পের কাজে নামতে চলেছে তারা।

ভুটানের সরকার অধীনস্থ সংস্থা গ্রিন ডিজিটাল প্রাইভেট লিমিটেডের সঙ্গে যৌথ অংশীদারিত্বে ওই দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ উৎপাদনকারী কেন্দ্র তৈরি করবে অনিলের সংস্থা। যার জন্য মোট খরচ পড়বে ২ হাজার কোটি টাকা। জানা গিয়েছে, এই কেন্দ্রের মাধ্যমে ৫০০ মেগাওয়াট সৌরশক্তি তৈরি করতে সক্ষম হবে পড়শি দেশ।

তবে ভুটানের এই নতুন সৌরপ্রকল্পের হাত ধরে যে একমাত্র তাদের লাভ হবে, এমনটা মোটেই নয়। ওয়াকিবহাল মহলের মতে, নতুন সৌরপ্রকল্পের মাধ্যমে যেমন ‘আলোকিত’ হবে হিমালয়ের কোল, তেমনই সেই ‘শক্তি’ ভারতেও পাঠাবে তারা।

এই সৌরপ্রকল্প প্রসঙ্গে অনিল অম্বানির সংস্থা তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ‘ভুটানে সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরির মাধ্যম রিলায়েন্স পুনর্নবীকরণ শক্তির ক্ষেত্রে নিজেদের ফুটপ্রিন্ট আরও বর্ধিত করছে। পাশাপাশি, এই প্রকল্প দিনশেষে ভারত-ভুটান অর্থনৈতিক সমঝোতাকেও আরও অটুট করবে।’

সূত্রের খবর, এই প্রকল্পের অনুমোদন পাওয়ার পরেই সৌর প্যানেল তৈরির জন্য উপযুক্ত সংস্থার খোঁজে বেরিয়ে পড়েছে রিলায়েন্স পাওয়ার। এমনকি, বেশ কিছু ব্যাঙ্ক ও ঋণদাতাদের কাছ থেকে প্রকল্প তৈরির টাকা তোলার ব্যবস্থা করছে তারা।