Renault Triber 2025 Facelift: বাবা-মা, স্ত্রী-সন্তানদের নিয়ে ঘুরতে যাবেন? এত সস্তায় এমন গাড়ি আগে দেখেননি!

Renault Triber: ভারতের জয়েন্ট ফ্যামিলির জন্য এবার নতুন রূপে ট্রাইবারকে লঞ্চ করল রেনো। ৭ সিটের এই গাড়ি কোনও পরিবারের জন্য একদম পারফেক্ট।

Renault Triber 2025 Facelift: বাবা-মা, স্ত্রী-সন্তানদের নিয়ে ঘুরতে যাবেন? এত সস্তায় এমন গাড়ি আগে দেখেননি!
Image Credit source: PTI

Jul 24, 2025 | 12:15 PM

দাম শুরু মাত্র ৬ লক্ষ ৩০ হাজার টাকা থেকে। ভারতের জয়েন্ট ফ্যামিলির জন্য এবার নতুন রূপে ট্রাইবারকে লঞ্চ করল রেনো। ৭ সিটের এই গাড়ি কোনও পরিবারের জন্য একদম পারফেক্ট। এই ফেসলিফ্টে রয়েছে কালো গ্রিল, নতুন হেড লাইট, এলইডি ডিআরএল, এলইডি টেল ল্যাম্প। এ ছাড়াও এই গাড়িতেই প্রথম রেনোর নতুন ডায়মন্ড শেপড লোগো ব্যবহার করা হয়েছে।

রেনো ট্রাইবার ফেসলিফ্ট পাওয়া যাচ্ছে ৩টি রংয়ে। অ্যাম্বার টেরাকোটা, শ্যাডো গ্রে ও জানসকার ব্লু। তবে, বাইরে পরিবর্তন হলেও, বদলায়নি রেনোর ১ লিটারের ন্যাচারাল অ্যাস্পিরেটেড ইঞ্জিন। এই ইঞ্জিন ৭১ হর্স পাওয়ার ও ৯৬ নিউটন মিটার টর্ক জেনারেট করে। ফাইভ স্পিড ম্যানুয়াল বা ফাইভ স্পিড এএমটিতে পাওয়া যাচ্ছে এই গাড়ি। এ ছাড়াও সরকার এই গাড়িতে একটি সিএনজি কিট লাগানোরও অনুমতি দিয়েছে বলে খবর।

শুরুতেই বললাম ৬ লক্ষ ৩০ হাজার টাকার এই গাড়ি ভারতের সবচেয়ে সস্তা ৭ সিটের এমপিভি। তবে, এক্স শোরুম এই গাড়ির দাম গিয়ে দাঁড়াবে প্রায় ৭ লক্ষ ৩০ হাজার টাকায়।