Reserve Bank Of India: RBI-এর কোপে ৩ ব্যাঙ্ক, তোলা যাবে না টাকা, আতঙ্কে গ্রাহকরা!

Reserve Bank Of India: আরবিআই এই ব্যাঙ্কগুলোর লাইসেন্স বাতিল করেনি। শুধু ৬ মাসের সাময়িক একটা নিষেধাজ্ঞা জারি করেছে। পরবর্তীতে পরিস্থিতির উন্নতি হলে আরবিআই তাদের এই নিষেধাজ্ঞা তুলে নেবে।

Reserve Bank Of India: RBI-এর কোপে ৩ ব্যাঙ্ক, তোলা যাবে না টাকা, আতঙ্কে গ্রাহকরা!
রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াImage Credit source: PTI

Jul 08, 2025 | 6:10 AM

রিজার্ভ ব্যাঙ্কের কোপে এবার ৩টি ব্যাঙ্ক। জুলাই মাসের ৪ তারিখ থেকে এই সব ব্যাঙ্ককে ব্যবসা বন্ধের নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ‘ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট অফ ১৯৪৯’-এর ৩৫এ ও ৫৬-এর অধীনে এই নির্দেশ দিয়েছে আরবিআই। আর এর ফলেই সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা। কারণ এর মধ্যে ২টি ব্যাঙ্কের গ্রাহকরা নির্দিষ্ট কিছু পরিমাণ টাকা তুলতে পারবেন। আর ন্য ব্যাঙ্কটির ক্ষেত্রে সেই সুযোগও পাবেন না গ্রাহকরা। আর তাতেই চাপে পড়েছেন তারা।

আরবিআই এই ব্যাঙ্কগুলোর লাইসেন্স বাতিল করেনি। শুধু ৬ মাসের সাময়িক একটা নিষেধাজ্ঞা জারি করেছে। পরবর্তীতে পরিস্থিতির উন্নতি হলে আরবিআই তাদের এই নিষেধাজ্ঞা তুলে নেবে। কিন্তু কোন কোন ব্যাঙ্কের উপর এই নিষেধাজ্ঞা চাপিয়েছে আরবিআই?

জানা গিয়েছে, দিল্লির ইনোভেটিভ কো-অপারেটিভ আরবান ব্যাঙ্ক লিমিটেড, গুয়াহাটির দ্য ইন্ডাস্ট্রিয়াল কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড এবং মুম্বইয়ের দ্য ভবানী সহকারি ব্যাঙ্ক লিমিটেডের উপরই এই নিষেধাজ্ঞা চাপিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক। এই ব্যাঙ্কগুলো শুধুমাত্র কর্মীদের বেতন, ভাড়া, বিদ্যুৎ বিল ইত্যাদি মেটানোর জন্য খরচ করতে পারবে। এর বাইরে কোনও ধরণের খরচ করতে পারবে না এরা।

এই সবের মধ্যে দিল্লির ইনোভেটিভ কো-অপারেটিভ আরবান ব্যাঙ্ক লিমিটেড, গুয়াহাটির দ্য ইন্ডাস্ট্রিয়াল কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের গ্রাহকরা নিজেদের অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ৩৫ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবে, জানিয়েছে আরবিআই। যদিও মুম্বইয়ের দ্য ভবানী সহকারি ব্যাঙ্ক লিমিটেডের গ্রাহকরা এই সুবিধা পাবেন না।