RBI New Note: শীঘ্রই হাতে আসছে নতুন নোট, ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের

RBI: বড় ঘোষণা রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার। শীঘ্রই সাধারণ মানুষের হাতে পৌঁছে যাবে এই নোট। কত টাকার নোট আসছে জানেন?

RBI New Note: শীঘ্রই হাতে আসছে নতুন নোট, ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা।Image Credit source: PTI

|

May 18, 2025 | 8:13 AM

নয়া দিল্লি: বাজারে আসতে চলেছে নতুন নোট। বড় ঘোষণা রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার। শীঘ্রই সাধারণ মানুষের হাতে পৌঁছে যাবে এই নোট। কত টাকার নোট আসছে জানেন?

শনিবারই রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে ঘোষণা করা হয়, শীঘ্রই বাজারে ২০ টাকার নতুন নোট আনা হচ্ছে। মহাত্মা গান্ধী সিরিজের এই নোটে স্বাক্ষর থাকবে আরবিআইয়ের নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রার।

পুরনো নোটের থেকে আলাদা হবে এই নোট?

আরবিআই জানিয়েছে, নতুন ২০ টাকার নোটের ডিজাইন মহাত্মা গান্ধী সিরিজের পুরনো নোটের মতোই হুবহু  দেখতে হবে। শুধু গভর্নরের সই বদলাবে। তবে তার আগে যে নোট ছিল, তার সঙ্গে মিল থাকবে না। গ্রাহকদের  নোট চিনতে এবং ব্যবহারের সুবিধার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুরনো নোট কি বাতিল হয়ে যাবে?

নতুন ২০ টাকার নোট নিয়ে এলেও, পুরনো নোট বাতিল হয়ে যাচ্ছে না। যাদের কাছে পুরনো ২০ টাকার নোট রয়েছে, তাদের চিন্তিত হওয়ার কিছু নেই। এই নোটও চালু থাকবে। ব্যবহারে কোনও সমস্যা হবে না। বর্তমানে ২০ টাকার নোট সর্বাধিক ব্যবহৃত নোট।

আরবিআই জানিয়েছে, এটাই স্ট্যান্ডার্ড প্রোটোকল। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর বদল হলে, নোটে স্বাক্ষরও বদল হয়। গত ডিসেম্বরেই রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে দায়িত্ব নেন সঞ্জয় মালহোত্রা।