Reserve Bank Of India: ব্যাঙ্কগুলোকে ভরসাই করে না কর্পোরেট সংস্থাগুলো, রিজার্ভ ব্যাঙ্কের বিস্ফোরক তথ্য!

RBI: আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা ইতিমধ্যে জানিয়েছেন যে দেশের বিভিন্ন কর্পোরেট সংস্থা বর্তমানে ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার পরিবর্তে বাজার থেকে টাকা তোলার উপর বেশি নির্ভর করছে।

Reserve Bank Of India: ব্যাঙ্কগুলোকে ভরসাই করে না কর্পোরেট সংস্থাগুলো, রিজার্ভ ব্যাঙ্কের বিস্ফোরক তথ্য!
Image Credit source: Ramesh Pathania/Mint via Getty Images

Aug 11, 2025 | 2:03 PM

চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ব্যাঙ্কগুলোর মুনাফা বাড়লেও বাড়েনি ঋণ থেকে আয়ের পরিমাণ। বরং কিছু ক্ষেত্রে তা কমে গিয়েছে। আর এখানেই চিন্তায় বিশেষজ্ঞ মহল। কারণ, দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রদেয় ঋণের চাহিদা কমে যাওয়ার অর্থ হল, শিল্প বা খুচরো ব্যবসা বা বিভিন্ন ধরণের লোনের পরিমাণ কমছে। যার প্রভাব পড়তে পারে দেশের অর্থনীতিতে। কারণ শিল্প সম্ভাবনা কমলে ধাক্কা খাবে অর্থনীতিই। কিন্তু এখানেই অন্য একটা কথা বলছে রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্ট।

আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা ইতিমধ্যে জানিয়েছেন যে দেশের বিভিন্ন কর্পোরেট সংস্থা বর্তমানে ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার পরিবর্তে বাজার থেকে টাকা তোলার উপর বেশি নির্ভর করছে। তারা বন্ড ও অন্যান্য আর্থিক উপায় বেছে নিচ্ছে বাজার থেকে টাকা তোলার জন্য। আর এরই প্রভাব পড়েছে দেশের ব্যাঙ্কিং ব্যবস্থায়।

বড় বড় কর্পোরেট সংস্থাগুলোর অনেক বেশি আর্থিক চাহিদা, দ্রুত অর্থের প্রয়োজনীয়তার কারণেই সময়ের সঙ্গে সঙ্গে কর্পোরেট বন্ডের মতো বিষয় জনপ্রিয় হচ্ছে। এ ছাড়াও কর্পোরেট বন্ডে বিনিয়োগ শেয়ার বাজারের থেকে কম ঝুঁকিপূর্ণ, আর সেই কারণেই বিনিয়োগকারীরাও সেদিকে ঝুঁকছেন। আর এই সবের কারণেই বাড়ছে কর্পোরেট বন্ডের মাধ্যমে বাজার থেকে টাকা তোলার পরিমাণ।

তবে বড় সংস্থাগুলো শুধুমাত্র যে বাজার থেকে টাকা তুলছে, এমনটা নয়। অনেক ক্ষেত্রে তারা নিজেদের অভ্যন্তরীণ তহবিল থেকেও অর্থ তুলে নিচ্ছে। বেশ কয়েকটি ত্রৈমাসিকে পর পর লাভের মুখ দেখায় বড় সংস্থাগুলোর হাতে বেশ অনেকটা বেশি অর্থ রয়েছে। আর সেই অর্থ তারা নতুন বিনিয়োগ ও অন্যান্য খরচে ব্যবহার করছে।