এক ঝটকায় কমবে লোন-EMI-র বোঝা, বড় সিদ্ধান্ত নিল RBI

RBI Repo Rate: তিনদিনের মনিটারি পলিসি কমিটির বৈঠকের পর, আজ শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর সঞ্জয় মালহোত্রা রেপো রেট কমানোর কথা ঘোষণা করেন। 

এক ঝটকায় কমবে লোন-EMI-র বোঝা, বড় সিদ্ধান্ত নিল RBI
রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।Image Credit source: Getty Image

|

Jun 06, 2025 | 10:54 AM

মুম্বই: সুখবর, সুখবর। কমবে ঋণের বোঝা। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে ফের একবার কমানো হল রেপো রেট। একধাক্কায় ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট কমানো হয়েছে। বর্তমানে রেপো রেট ৬ শতাংশ থেকে কমে ৫.৫ শতাংশে নেমে দাঁড়াল।

তিনদিনের মনিটারি পলিসি কমিটির বৈঠকের পর, আজ শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর সঞ্জয় মালহোত্রা রেপো রেট কমানোর কথা ঘোষণা করেন।  এই নিয়ে পরপর তিনবার রেপো রেট কমাল আরবিআই। গত এপ্রিলেও ২৫ বেসিস পয়েন্ট কমেছিল রেপো রেট। ফেব্রুয়ারি থেকে এখনও পর্যন্ত মোট ১০০ বেসিস পয়েন্ট কমল রেপো রেট।

প্রসঙ্গত, যে হারে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া অন্যান্য ব্যাঙ্ক-কে ঋণ দেয়, তাকে রেপো রেট বলে। আর ব্যাঙ্ক থেকে যে সুদের হারে রিজার্ভ ব্যাঙ্ক ঋণ নেয়, তাকে রিভার্স রেপো রেট বলে।

রেপো রেটের ওঠানামার উপরে ব্যাঙ্কের দেওয়া ঋণে সুদের হার নির্ভর করে।রেপো রেট বাড়লে, ব্যাঙ্কও সুদের হার বাড়ায়। রেপো রেট কমলে, কমে ঋণের উপরে সুদের হার।

এ দিন তিনি বলেন, “আর্থিক উন্নয়ন ও ক্ষুদ্র অর্থনীতির বিস্তারিত বিশ্লেষণ করে এমপিসি লিকুইটিডি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটি ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৫.৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে। এসডিএফ ৫.২৫ শতাংশ করা হল।”