Repo Rate কমানোর পরও Fixed Deposit-এ দারুণ সুদ দিচ্ছে, করবেন নাকি FD?

Fixed Deposit: একাধিক নন-ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানি বেশ ভাল সুদ দেয় তাদের ফিক্সড ডিপোজিটে। কিন্তু ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট খুললে তা অনেক বেশি সুরক্ষিত বলে গণ্য হয়।

Repo Rate কমানোর পরও Fixed Deposit-এ দারুণ সুদ দিচ্ছে, করবেন নাকি FD?
Image Credit source: Getty Images

Jun 24, 2025 | 11:35 PM

ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে ১০০ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। ফলে কমেছে হোম লোনের সুদের হার। একই সঙ্গে আরবিআইয়ের পরিবর্তিত মানিটারি পলিসির কারণে কমেছে একাধিক বাণিজ্যিক ব্যাঙ্ক ও স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিটের সুদের হার। কিন্তু এই সংস্থাগুলো সেই তুলনায় একটু বেশি সুদ দিচ্ছে আজকের দিনে।

আইসিআইসিআই হোম ফাইন্যান্স

এই এনবিএফসি ৩৯ মাসের ও ৪৫ মাসের ফিক্সড ডিপোজিটে ৭.৬৫ শতাংশ সুদ দেয়। এই সুদের হার প্রযোজ্য হয়েছে এই বছরের ১৯ মে থেকে। প্রথম ৩ মাস এই ডিপোজিট ভাঙা যাবে না। তারপর সামান্য পেনাল্টি দিয়ে প্রয়োজনে টাকা তোলা যেতে পারে।

বাজাজ ফিনসার্ভ

১২ থেকে ৬০ মাসের ফিক্সড ডিপোজিটে প্রবীণ নাগরিকদের ৭.৩০ শতাংশ সুদ দেয় বাজাজ ফিনসার্ভ। সাধারণ মানুষের জন্য সুদের হার ৬.৯৫ শতাংশ।

মুথুট ক্যাপিটাল

১২ মাসের ফিক্সড ডিপোজিটে ৭.৯০ শতাংশ সুদ দেয় মুথুট ফাইন্যান্স। ২৪ মাসের জন্য হলে ৮.৭০ শতাংশ, ৩৬ মাসের ফিক্সড ডিপোজিটে ৯.১০ শতাংশ এবং ৪৮ বা ৬০ মাসের ফিক্সড ডিপোজিটে ৮.৯০ শতাংশ সুদ দেয় মুথুট ফাইন্যান্স।

একই রকম ভাবে শ্রীরাম ফাইন্যান্স, সুন্দরম ফাইন্যান্স ও পিএনবি হাউজিং ফাইন্যান্সও বেশ ভাল সুদ দেয় তাদের ফিক্সড ডিপোজিটে। কিন্তু ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট খুললে তা অনেক বেশি সুরক্ষিত বলে গণ্য হয়। তাতে ৫ লক্ষের বিমার সুবিধাও পাওয়া যায়। ফলে ফিক্সড ডিপোজিট কোথায় করবেন তা ভেবে চিন্তে করুন

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।