১০০ ও ২০০ টাকার নোট নিয়ে এবার নয়া নির্দেশ জারি করল Reserve Bank Of India

RBI on 100 and 200 Rupee Notes: আরবিআই নির্দেশ দিয়েছিল, সারা দেশের এটিএম থেকে ১০০ বা ২০০ টাকার নোট সহজলভ্য করতে হবে। আর সেই নির্দেশ মেনেই শুরু হয়েছে কাজ।

১০০ ও ২০০ টাকার নোট নিয়ে এবার নয়া নির্দেশ জারি করল Reserve Bank Of India
Image Credit source: Getty Images

Aug 31, 2025 | 8:42 AM

১০০ টাকা বা ২০০ টাকা, অভিযোগ এটিএম থেকে টাকা তুলতে গেলে অধিকাংশ সময়েই এই নোট মেলে না। এমন অভিযোগ দীর্ঘদিনের। যদিও ৫০০ টাকার নোট নিয়ে এমন কোনও অভিযোগ নেই। আর এবার এই সমস্যার সমাধানে বিরাট পদক্ষেপ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

এপ্রিল মাসেই আরবিআই নির্দেশ দিয়েছিল, সারা দেশের এটিএম থেকে ১০০ বা ২০০ টাকার নোট সহজলভ্য করতে হবে। আর সেই নির্দেশ মেনেই শুরু হয়েছে কাজ। জানা গিয়েছে, দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের নির্দেশ মেনে ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশের অন্তত ৭৫ শতাংশ এটিএমে ১০০ বা ২০০ টাকার নোটের ব্যবস্থা থাকতে হবে। এ ছাড়াও আগামী বছরের অর্থাৎ ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে এই হার বেড়ে হবে ৯০ শতাংশ।

শুধুমাত্র ব্যাঙ্ক-পরিচালিত এটিএমে নয়, হোয়াইট লেবেল এটিএম অপারেটরদের (WLAO) ক্ষেত্রেও প্রযোজ্য হবে এই নিয়ম। অর্থাৎ, যেখান থেকেই টাকা তুলুন না কেন, ১০০ বা ২০০ টাকার নোট আরও সহজে পাওয়া যাবে।

প্রতিদিনের খরচে ৫০০ টাকার বদলে ১০০ বা ২০০ টাকার নোটের চাহিদা বেশি। বাজারে কেনাকাটা, ট্যাক্সি-অটো ভাড়া কিংবা ছোটখাটো পেমেন্ট: সব ক্ষেত্রেই ১০০ বা ২০০ টাকার নোট দরকার হয়। আর সেখানে ১০০ বা ২০০ টাকার নোট না মেলায় সমস্যায় পড়তেন গ্রাহকরা। আরবিআই মনে করছে, এই ব্যবস্থা চালু হলে গ্রাহকরা বড় সুবিধা পাবেন।

নতুন এই নির্দেশিকা অনুযায়ী আগামী কয়েক মাসের মধ্যেই বদলাতে চলেছে দেশের এটিএমের চেহারা। ১০০ বা ২০০ টাকার নোটের অভাব দূর করতে রিজার্ভ ব্যাঙ্কের এই পদক্ষেপ গ্রাহকদের জন্য যে ভাল হবে, তা বলাই বাহুল্য।