
দেশের অন্যতম বড় বেসরকারি ব্যাঙ্ক হল এইচডিএফসি ব্যাঙ্ক। আর এবার সেই ব্যাঙ্ককেই জরিমানা করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট সহ একাধিক নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগে ৯১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এই ব্যাঙ্কের। দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের স্ট্যাটুয়েটরি ইন্সপেকশনের পর এই শাস্তির নির্দেশিকা জারি হয়েছে।
জানা গিয়েছে একাধিক নিয়ম ভেঙেছে এই প্রথমসারির ব্যাঙ্ক।
জানা গিয়েছে, ব্যাঙ্কের শেষ অর্থবর্ষের অর্থনোইতিক পরিস্থিতি খতিয়ে দেখা হয়। আর সেই পর্যবেক্ষণের ভিত্তিতেই এই জরিমানার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তারা আরও স্পষ্ট করে জানিয়েছে, এই জরিমানা শুধুমাত্র করা হয়েছে ব্যাঙ্কের নিয়ন্ত্রক ত্রুটির উপর ভিত্তি করে। গ্রাহক পরিষেবার উপর এই জরিমানার কোনও প্রভাব পড়বে না। রিজার্ভ ব্যাঙ্কের এই মনোভাবে এটা স্পষ্ট যে, আগামীতেও কোনও অনৈতিকতার সঙ্গে আপোষ করা হবে না।