Loan Rules: এবার ব্যাঙ্ক থেকে ১ কোটি টাকা ঋণ নিতে পারবেন, কীভাবে জানেন?

RBI: শেয়ার ও মিউচুয়াল ফান্ডের সাপেক্ষে ঋণ নেওয়ার কথা যেমন বলা হয়েছে, তেমনই আরবিআই-র প্রস্তাবনায় ডেব্ট সিকিউরিটি ও কমার্শিয়াল পেপারের ক্ষেত্রে লোন টু ভ্যালু সিলিং বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। আগে যেখানে এলটিভি ৫০ শতাংশ ছিল, তা বাড়িয়ে ৬০ শতাংশ করার প্রস্তাবনা দেওয়া হয়েছে।

Loan Rules: এবার ব্যাঙ্ক থেকে ১ কোটি টাকা ঋণ নিতে পারবেন, কীভাবে জানেন?
প্রতীকী চিত্র।Image Credit source: PTI

|

Oct 26, 2025 | 1:24 PM

নয়া দিল্লি: ব্য়াঙ্ক থেকে ঋণ নেওয়া আরও সহজ হতে চলেছে।  এবার শেয়ার ও ডেব্ট মিউচুয়াল ফান্ডের সাপেক্ষে ঋণ নিতে পারবেন। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া লোন টু ভ্যালু সিলিং বাড়ানোর প্রস্তাবনা দিল শেয়ার-মিউচুয়াল ফান্ডের সাপেক্ষে ঋণ নেওয়ার ক্ষেত্রে।

রিজার্ভ ব্যাঙ্কের তরফে ঋণের অঙ্ক পাঁচ গুণ বাড়িয়ে দেওয়ার প্রস্তাবনা দেওয়া হয়েছে। ব্যাঙ্ক থেকে ১ কোটি টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে, এই প্রস্তাবনাই দেওয়া হয়েছে।

শেয়ার ও মিউচুয়াল ফান্ডের সাপেক্ষে ঋণ নেওয়ার কথা যেমন বলা হয়েছে, তেমনই আরবিআই-র প্রস্তাবনায় ডেব্ট সিকিউরিটি ও কমার্শিয়াল পেপারের ক্ষেত্রে লোন টু ভ্যালু সিলিং বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। আগে যেখানে এলটিভি ৫০ শতাংশ ছিল, তা বাড়িয়ে ৬০ শতাংশ করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। একইভাবে ডেব্ট মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এলটিভি-র সীমা ৭৫ শতাংশ করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। বর্তমানে এই সীমা ৫০ শতাংশ।

ঋণের ক্ষেত্রেও একাধিক নিয়মে পরিবর্তন আনা হতে পারে। রিজার্ভ ব্যাঙ্কের খসড়া নির্দেশিকায় বলা হয়েছে, সভেরেইন গোল্ড বন্ড ও সরকারি কোনও পলিসির সাপেক্ষে ঋণ নেওয়ার ক্ষেত্রে ব্যাঙ্কের নীতি বা সোনার ঋণের নিয়মই অনুসরণ করা হবে।

রিজার্ভ ব্যাঙ্ক খসড়া প্রস্তাবনায় জানিয়েছে, গ্রাহকরা শেয়ার বা ডেব মিউচুয়াল ফান্ডের সাপেক্ষে ১ কোটি টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে। যারা সেকেন্ডারি মার্কেট থেকে শেয়ার বা বন্ড কিনবে, তারাও ২৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবে।  তবে ব্যাঙ্ক নিজের কর্মীদের বা কর্মীদের ট্রাস্টকে নিজেদের আইপিও, এফপিও বা ইএসওপি কেনার জন্য কোনও ঋণ দিতে পারবে না।