
২০১৬ সালে নোট বাতিল দেখেছিল দেশ। ব্যাঙ্কের বাইরে পুরোনো ৫০০ ও ১০০০ টাকার নোট বদলানোর জন্য লম্বা লাইন পড়ত। সেই লাইনে দাঁড়িয়ে অনেক মানুষই অসুস্থ হয়ে পড়েছেন, দেখা গিয়েছিল এমনও। আর এবার এমন কিছু নোট রয়েছে যা বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে। তবে এবার আবারও কি সেই ২০১৬ সালের পুনরাবৃত্তি দেখা যাবে?
বাজার থেকে ইতিমধ্যেই তুলে নেওয়া হয়েছে ২ হাজার টাকার নোট। মার্চ মাসের হিসাবে বলছে, ২ হাজার টাকার নোটের ৯৮.২ শতাংশ ইতিমধ্যেই ফিরে এসেছে রিজার্ভ ব্যাঙ্কের কাছে। তবে এই ২ হাজারের নোট ছাড়াও আরও বেশ কিছু নোটও তুলে নেওয়া হবে, জানিয়েছে আরবিআই।
ভারতের রিজার্ভ ব্যাঙ্ক ইতিমধ্যেই ৩টি নোট ছাপানো একেবারে বন্ধ করে দিয়েছে। এই তালিকায় ২ হাজার টাকার নোট ছাড়াও রয়েছে ৫ টাকা ও ২ টাকার নোট। যদিও এই নোটগুলো আজকাল আর সেভাবে বাজারে দেখা যায় না।
চলতি অর্থবর্ষে টাকা ছাপানোর জন্য খরচ বেড়েছে ৬ হাজার ৩৭২ কোটি টাকার বেশি। আর সেই খরচই এবার কমাতে চাইছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।