
নয়া দিল্লি: বড় সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার। একাধিক বেসরকারি ব্যাঙ্কের বিরুদ্ধে করল বড় পদক্ষেপ। তালিকায় রয়েছে অ্য়াক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অব বরোদার নাম।
শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে বিবৃতি জারি করে জানানো হয়, অ্য়াক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক সহ মোট ৫টি ব্যাঙ্কের উপরে আর্থিক জরিমানা করা হয়েছে। আইবিআইয়ের নির্দেশ অনুসরণ না করার জন্যই জরিমানা করা হয়েছে।
জানা গিয়েছে, আইসিআইসিআই ব্যাঙ্ক-কে ৯৭.৮০ লাখ টাকার জরিমানা করেছে আরবিআই। ব্যাঙ্কের জন্য সাইবার সিকিউরিটির যে কাঠামো বা ফ্রেমওয়ার্ক রয়েছে আরবিআইয়ের, তা অনুসরণ করেনি আইসিআইসিআই ব্যাঙ্ক। এছাড়া কেওয়াইসির নিয়ম এবং ক্রেডিট কার্ড-ডেবিট কার্ড সংক্রান্ত নিয়মও অনুসরণ করেনি।
ব্যাঙ্ক অব বরোদাকে ৬১.৪০ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে ফিন্যান্সিয়াল সার্ভিস ও কাস্টমার সার্ভিস সংক্রান্ত নিয়ম অনুসরণ না করার জন্য।
আইডিবিআই ব্যাঙ্ক-কে ৩১.৮ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে কিসান ক্রেডিট কার্ডে ঋণ সংক্রান্ত নিয়ম অনুসরণ না করার জন্য।
ব্যাঙ্ক অব মহারাষ্ট্রকে আরবিআই ৩১.৮০ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে কেওয়াইসি-র নিয়ম না মানার জন্য।
অ্যাক্সিস ব্যাঙ্ক ২৯.৬০ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে অফিস ও ইন্টারন্যাল অ্যাকাউন্টের বিনা অনুমতিতে ব্যবহারের জন্য।