
আজকের দিনে আমাদের দেশে একটা ৩ জনের পরিবারের গড় মাসিক খরচ ৭৫ হাজারের মধ্যে থাকে। এর মধ্যে জায়গা বিশেষে এই খরচ পরিবর্তন হয়। আর আজ যিনি অবসর নিচ্ছেন তাঁর পরিবারের মাসিক গড় খরচ যদি ৭৫ হাজার হয় তাহলে বাকি জীবনের জন্য তাঁকে অন্তত ১ কোটি টাকা রাখতে হবে।
মুদ্রাস্ফীতির কারণে প্রতি বছর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। ভারতে এই হার বছরে ৬ শতাংশ। ফলে, আজ যে জিনিসের দাম ১০০ টাকা ১২ বছর পর সেই জিনিসের দাম হবে প্রায় ২০০ টাকা। আর এই কারণেই আজকের দিনে হয়তো কারও ১ কোটি টাকার অবসরকালীন ফান্ডও যথেষ্ট নয়।
তাহলে অবসর নিতে ঠিক কত টাকা প্রয়োজন? এখানেই খেয়াল রাখা দরকার যে যে পরিমাণ টাকাই অবসরকালীন ফান্ড হিসাবে রাখা হবে তা থেকে আসা সুদের হার যেন মুদ্রাস্ফীতির থেকে কম না হয়। আর এমনটা হলেই বাড়বে সমস্যা। কারণ, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে কমতে থাকবে ওই ফান্ডের ভ্যালু। এ ছাড়াও ওই ব্যক্তিকে হিসাব করে তাঁর ও তাঁর পরিবারের প্রত্যেকের জন্য সঠিক অঙ্কের মেডিক্লেমও নিতে হবে। কারণ, আগামীতে শরীর খারাপ হলে হসপিটাল খরচও অনেক টাকার হতে পারে। আর সেই সমস্যা থেকে বাঁচতে সঠিক মেডিক্লেম রাখাও জরুরি।
ফলে, আজকের দিনে যেখানে ১ কোটি টাকা থাকলে মানুষ অবসর নিতে পারবে, সেই একই অবস্থায় ১০ বছর যিনি অবসর নেবেন তাঁর প্রয়োজন হতে পারে প্রায় ১ কোটি ৮০ লক্ষ টাকা। ২০ বছর পর অবসর নিলে ৩ কোটি ২১ লক্ষ প্রয়োজন হবে। আজ যাঁর ৩০ বছর বয়স, সে ৩০ বছর পর যদি অবসর নেয় তাহলে তাঁর ৫ কোটি ৭৫ লক্ষ টাকা প্রয়োজন হবে। আর ৪০ বছর পর এই অঙ্কটা গিয়ে দাঁড়াবে ১০ কোটি ৩০ লক্ষ টাকায়।