Richest Man in West Bengal: সিমেন্টের বিরাট ব্যবসা, এই বাংলার সবচেয়ে ধনী ব্যক্তিকে চেনেন?

Benu Gopal Bangur: এই বাংলার সবচেয়ে ধনী ব্যক্তি কে জানেন? তিনি শ্রী সিমেন্টসের এক্সিকিউটিভ চেয়ারম্যান বেণুগোপাল বাঙুর।

Richest Man in West Bengal: সিমেন্টের বিরাট ব্যবসা, এই বাংলার সবচেয়ে ধনী ব্যক্তিকে চেনেন?

Mar 02, 2025 | 1:29 PM

ভারতের ধনী ব্যক্তি কারা? এর উত্তরে যে কেউ বলছে অম্বানি, আদানিদের নাম। এ ছাড়াও প্রথম ১০-এ রয়েছেন রাধাকিষাণ দামানি, শিব নাদর, কুমারমঙ্গলম বিড়লা বা সাইরাস পুনাওয়ালার মতো বড় বড় নাম. আদিত্য বিড়লা কলকাতা ছেড়ে চলে না গেলে তাঁর পুত্র কুমারমঙ্গলম বিড়লাই হয়তো এই বাংলার সবচেয়ে ধনী ব্যক্তি হতেন।

কিন্তু এই বাংলার সবচেয়ে ধনী ব্যক্তি কে জানেন? তিনি শ্রী সিমেন্টসের এক্সিকিউটিভ চেয়ারম্যান বেণুগোপাল বাঙুর। ১৯৩১ সালে তাঁর জন্ম হয়. ফোর্বস বলছে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৭২০ কোটি ডলার বা প্রায় ৬২ হাজার ৯৮০ কোটি টাকা। সংবাদসংস্থা বলছে, তাঁর সম্পত্তির পরিমাণ ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির সম্পত্তির চেয়েও বেশি।

১৯ শতকের গোড়ার দিকে বেণুগোপাল বাঙুরের দাদু মুঙ্গিরাম বাঙুর ও তাঁর ভাই রামকুয়ার বাঙুর কলকাতায় ব্যবসা শুরু করেন। পরবর্তীতে ১৯৯১ সালে বাঙুরদের ব্যবসা ৫ ভাগে ভাগ হয়ে যায়। আর শ্রী সিমেন্টসের হাল ধরেন বেণুগোপাল।

বর্তমানে বেনুগোপালের ছেলে হরিমোহন বাঙুরের হাতে রয়েছে শ্রী সিমেন্টের ব্যবসার রাশ। বাঙালি শ্রী সিমেন্টসের সঙ্গে অন্য সিমেন্ট সংস্থার মতো মতো পরিচিত না হলেও কলকাতা ময়দান কিন্তু শ্রী সিমেন্টকে চেনে অনেকদিন। একসময় কলকাতার অন্যতম বড় এক ফুটবল ক্লাবের মেজরিটি স্টেক ছিল শ্রী সিমেন্টের কাছে।