
সপ্তাহান্তে কাছাকাছি ট্রিপ বা দূরে কোথাও বা পাহাড়ে ধুলো উড়িয়ে বাইক নিয়ে এগিয়ে চলা, এই সব কিছুর জন্যই প্রয়োজন এমন একটি বাইকের যে সব ধরনের রাস্তাতেই আপনাকে নিয়ে এগিয়ে যাবে। কিন্তু কোন বাইক আপনার জন্য সঠিক তা কীভাবে বুঝবেন? Royal Enfield Himalayan 450 না Harley-Davidson X440, কোন বাইক আপনাকে আপনার লং রাইডের স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে?
কলকাতায় রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৪৫০-এর অন রোড প্রাইস ৩ লক্ষ ৩৫ হাজার টাকার কাছাকাছি। অন্যদিকে, হার্লে-ডেভিসন এক্স৪৪০-এর দাম পড়ে যায় ২ লক্ষ ৯৫ হাজার টাকার কাছাকাছি। ফলে দুই বাইকের দামের পার্থক্য বেশ প্রকট। পার্থক্য রয়েছে দুই বাইকের তৈরি করা পাওয়ার ও টর্কেও। হিমালয়ান যেখানে প্রায় ৪০ হর্সপাওয়ার ও ৪০ নিউটন মিটার টর্ক তৈরি করে সেখানে হার্লে ডেভিসন ২৭ হর্সপাওয়ার ও ৩৮ নিউটন মিটার টর্ক উৎপন্ন করে।
হার্লে ডেভিসন তাদের এক্স ৪৪০-এ এয়ার বা অয়েল কুলড ৪৪০ সিসির ইঞ্জিন দেয়, সেখানে হিমালয়ানে রয়েছে লিক্যুইড কুলড ৪৫২ সিসির ইঞ্জিন। এ ছাড়াও হার্লেতে রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস। হিমালয়ানে রয়েছে সুইচেবল এবিএস। এ ছাড়াও হার্লের সামনের চাকা হিমালয়ানের তুলনায় অনেকটাই ছোট।
এই দুই বাইকের তুলনা করা হয়েছে দুই বাইকের বেস ভ্যারিয়েন্ট ধরে। যদি টপ মডেল কেউ নিতে চান তাহলে তাতে অনেক কিছু বাড়তি ফিচার থাকে। ফলে, দুই ভ্যারিয়েন্টের মধ্যে বেশ কিছু পার্থক্য তৈরি হয়।