নয়া দিল্লি: পরিচয়পত্র ছাড়া ২০০০ টাকার নোট বিনিময়ের অনুমতি দিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) সার্কুলারের বিরুদ্ধে দায়ের করা পিটিশন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার এব্যাপারে শীর্ষ আদালত স্পষ্টত জানায়, “২০০০ টাকার নোট বিনিময়ের অনুমতি দেওয়ার বিষয়টি RBI-এর নীতিগত সিদ্ধান্ত। আমরা এতে হস্তক্ষেপ করতে পারি না।” আইনজীবী অশ্বিনী উপাধ্যায়ের দায়ের করা আবেদন খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিমহার বেঞ্চ একথা জানিয়েছেন। অর্থাৎ পরিচয়পত্র ছাড়াই ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দেওয়া সম্ভব।
প্রসঙ্গত, বেশি অঙ্কের ২০০০ টাকার নোট বদল করতে হলে পরিচয়পত্র লাগবে বলে প্রথমে জানিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। তারপর মে মাসের শেষে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস বলেছিলেন যে, ২০০০ টাকার নোট বাজার থেকে বেরিয়ে গিয়েছে। এখন সাধারণ মানুষ দেশের যে কোনও ব্যাঙ্কে গিয়ে ২০০০ টাকার নোট বদলাতে পারবেন। শক্তিকান্ত দাস আরও বলেছিলেন, ২০০০ টাকার নোট বদলাতে কোনও পরিচয়পত্র লাগবে না। অর্থাৎ, সাধারণ মানুষ যে কোনও ব্যাঙ্কে গিয়ে পরিচয়পত্র ছাড়াই ২০০০ টাকার নোট জমা দিতে পারবেন এবং তার পরিবর্তে একই পরিমাণের অন্য নোট তুলতে পারবেন। আরবিআইয়ের এই সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা করেন আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায়।
যদিও আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায়ের আবেদনে বলেন, পরিচয়পত্র ছাড়া ২০০০ টাকার নোট পরিবর্তন করলে দুর্নীতি বাড়বে। যদিও তাঁর আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। তারপর অশ্বিনী কুমার উপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। কিন্তু সুপ্রিম কোর্টও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সার্কুলারকে ‘নীতিগত সিদ্ধান্’ত বলে অভিহিত করে তাঁর আবেদন খারিজ করে দিয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালে কেন্দ্রীয় সরকার নোটবন্দির ঘোষণা করেছিল। সেই ঘোষণা মোতাবেক ৫০০ ও ১০০০ টাকার নোটের উপর নিষেধাজ্ঞা জারি হয়। এরপর RBI নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট বাজারে আনে। কিন্তু, ১৯ মে, ২০২৩-এ RBI ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার কথা ঘোষণা করে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দেওয়ার সুযোগ রয়েছে।