SBI Bank Locker: গ্রাহকদের জন্য নিয়মে বড় বদল আনল SBI, কোন ক্ষেত্রে কত টাকা দিতে হবে জানুন

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 16, 2023 | 7:24 AM

SBI Bank Locker: স্টেট ব্যাঙ্কের ক্ষেত্রে লকারের আকার ও অবস্থানের ওপর ভিত্তি করে চার্জ বা টাকা নেওয়া হবে গ্রাহকদের কাছ থেকে।

SBI Bank Locker: গ্রাহকদের জন্য নিয়মে বড় বদল আনল SBI, কোন ক্ষেত্রে কত টাকা দিতে হবে জানুন
প্রতীকী ছবি।

Follow Us

নয়া দিল্লি: দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক এসবিআই গ্রাহকদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করল। যে সব গ্রাহকদের ব্যাঙ্কে লকার আছে, তাঁদের জন্য নয়া নিয়মের কথা জানানো হয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ মেনে স্টেট ব্যাঙ্কের তরফে গ্রাহকদের বলা হয়েছে, যাতে তাঁরা সংশ্লিষ্ট শাখায় গিয়ে যাতে লকারের নতুন চুক্তিতে সই করেন। ব্যাঙ্ক কর্তৃপক্ষ একটি টুইট করে এই বিজ্ঞপ্তির কথা জানিয়েছেন। চুক্তিতে সই করার আগে সেটি ভাল করে পড়ে দেখার কথা বলা হয়েছে।

আরবিআই-এর তরফে প্রতিটি ব্যাঙ্ককে ৩০ জুন পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তার মধ্যে যেন ব্যাঙ্কের অন্তত ৫০ শতাংশ গ্রাহক নতুন চুক্তিতে সই করেন। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ৭৫ শতাংশ ও ৩১ ডিসেম্বরের মধ্যে ১০০ শতাংশ গ্রাহককে চুক্তিতে সই করানোর কথা বলা হয়েছে। তার মধ্যে সব গ্রাহকের তথ্য আরবিআই-এর পোর্টালে নথিভুক্ত করতে হবে।

স্টেট ব্যাঙ্কের ক্ষেত্রে লকারের আকার ও অবস্থানের ওপর ভিত্তি করে চার্জ বা টাকা নেওয়া হবে গ্রাহকদের কাছ থেকে। ছোট ও মাঝারি আকারের লকারের জন্য লাগবে ৫০০ টাকা, বড় লকারের ক্ষেত্রে নেওয়া হবে ১০০০ টাকা রেজিস্ট্রেশন ফি হিসেবে।

জেনে নিন সেই রেটগুলি

১. মেট্রো শহরগুলিতে ছোট লকারের জন্য দিতে হবে ২০০০ টাকা ও জিএসটি।

২. ছোট শহর বা গ্রামে ছোট লকারের জন্য দিতে হবে ১৫০০ টাকা ও জিএসটি।

৩. মেট্রো শহরগুলিতে মাঝারি লকারের জন্য দিতে হবে ৪০০০ টাকা ও জিএসটি।

৪. ছোট শহর বা গ্রামে মাঝারি লকারের জন্য দিতে হবে ৩০০০ টাকা ও জিএসটি।

৫. মেট্রো শহরগুলিতে বড় লকারের জন্য দিতে হবে ৮০০০ টাকা ও জিএসটি।

৫. ছোট শহর বা গ্রামে মাঝারি লকারের জন্য দিতে হবে ৬০০০ টাকা ও জিএসটি।

৬. মেট্রো শহরগুলিতে সবথেকে বড় লকারের ভাড়া ১২০০০ টাকা ও জিএসটি।

৭. ছোট শহর বা গ্রামে সবথেকে বড় লকারের ভাড়া ৯০০০ টাকা ও জিএসটি।

Next Article