
ট্রাম্পের ৫০ শতাংশ শুল্কের কারণে একদিকে যখন ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক বলা যায় একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে, তখনই রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কে এল এক নতুন মোড়। স্বাধীনতার পর থেকে তৎকালীন সোভিয়েত রিপাবলিক ও বর্তমানে রাশিয়া ভারতের অন্যতম প্রধান বন্ধু রাষ্ট্র। এবার এবার নয়া দিল্লি ও মস্কোর মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক নিয়ে এক বড় খবর সামনে এল। রাশিয়ার পঞ্চম প্রজন্মের (5th Generation) বিধ্বংসী যুদ্ধবিমান Su-57 যাতে ভারতে তৈরি করা যায় সেই কারণে বিনিয়োগের পরিকল্পনা খতিয়ে দেখছে। এই পদক্ষেপ সফল হলে ভারতের প্রতিরক্ষা খাতে এল বিপ্লব হলে। আর দেশে তৈরি সুখোই ৫৭ ভারতের বায়ু সেনায় যুক্ত হলে তাদের শক্তি যে এক ধাক্কায় কয়েকগুণ বেড়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না।
প্রতিরক্ষা সূত্রে খবর, ভারতীয় বিমানবাহিনীর অন্তত ২ থেকে ৩ স্কোয়াড্রন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের প্রয়োজন। আর সেই যুদ্ধবিমানের দৌড়ে আমেরিকার F-35 ফাইটারের সঙ্গে সরাসরি টক্কর দিচ্ছে রাশিয়ার Su-57। রাশিয়ার প্রস্তাব, ভারতেই সুখোই ৫৭ যুদ্ধবিমান তৈরি হোক। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে, মহারাষ্ট্রের নাসিকের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা HAL-এর কারখানায় শুরু হতে পারে উৎপাদন। HAL ইতিমধ্যেই রাশিয়ার Su-30 MKI যুদ্ধবিমান তৈরি করে ও তাদের কাছে প্রয়োজনীয় পরিকাঠামো রয়েছে।
এই আলোচনা এমন এক সময়ে হচ্ছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে দিয়েছেন। কেন এমন সিদ্ধান্ত ট্রাম্পের? কারণ ভারত নাকি রাশিয়া থেকে সস্তায় তেল কেনে। অন্যদিকে, আমেরিকার এই চাপের আবহেই ভারত রাশিয়ার থেকে S-400 এবং S-500-এর মতো অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম কেনার পথে হাঁটছে।
তবে ভারত তার নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির কাজও দ্রুতগতিতে করছে। ২০২৮ সালের মধ্যে এই যুদ্ধবিমানের প্রথম উড়ান ও ২০৩৫ সালের মধ্যে সেনাবাহিনীতে তার অন্তর্ভুক্তির লক্ষ্যমাত্রাও নেওয়া হয়েছে। এখন দেখার, আমেরিকার চাপ এবং দেশীয় প্রকল্পের মাঝে রাশিয়ার এই ‘সুপার ফাইটার’ তৈরির প্রস্তাব ভারতের প্রতিরক্ষা শিল্পকে কোন নতুন পথে নিয়ে যায়।