Sachin Tendulkar: ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতার সঙ্গে এবার শেয়ার কেনার দৌড়ে মাস্টার ব্লাস্টার

FirstCry: মা ও চাইল্ড কেয়ার ই-কমার্স প্ল্যাটফর্ম ফার্স্টক্রাই আগামী বছরের প্রথম দিকে তাদের প্রাথমিক পাবলিক অফার (আইপিও) চালু করতে চলেছে। তাদের সফ্টব্যাঙ্ক সমর্থিত ফান্ডে শেয়ারগুলি সচিন তেন্ডুলকার থেকে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা ক্রিস গোপালকৃষ্ণান ও টিভিএস গ্রুপ পরিবার কিনছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

Sachin Tendulkar: ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতার সঙ্গে এবার শেয়ার কেনার দৌড়ে মাস্টার ব্লাস্টার
ফার্স্টক্রি-র শেয়ার কিনছেন সচিন তেন্ডুলকর।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Updated on: Dec 27, 2023 | 12:52 AM

মুম্বই: বেবিকেয়ার ব্যবসার অন্যতম ই-কমার্স প্ল্যাটফর্ম ফার্স্টক্রাই (FirstCry)। নতুন বছরেই বড় চমক আনতে চলেছে এই সংস্থা। আগামী মাসেই IPO বাজারে আনতে চলেছে ফার্স্টক্রাই। এই ইক্যুইটি শেয়ার কেনার দৌড়ে ইতিমধ্যে অনেকেই রয়েছেন বলে জল্পনা শোনা যাচ্ছে। যার মধ্যে নাম উঠে এসেছে ক্রিকেট আইকন সচিন তেন্ডুলকর থেকে ইনফোসিসের কো-প্রতিষ্ঠাতা ক্রিস গোপালকৃষ্ণানের।

সূত্রের খবর, মা ও চাইল্ড কেয়ার ই-কমার্স প্ল্যাটফর্ম ফার্স্টক্রাই আগামী বছরের প্রথম দিকে তাদের প্রাথমিক পাবলিক অফার (আইপিও) চালু করতে চলেছে। তাদের সফ্টব্যাঙ্ক সমর্থিত ফান্ডে শেয়ারগুলি সচিন তেন্ডুলকর থেকে ইনফোসিসের কো-প্রতিষ্ঠাতা ক্রিস গোপালকৃষ্ণান, মান্যবর-এর রবি মোদী ও টিভিএস গ্রুপ পরিবার কিনছেন বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে।

প্রসঙ্গত, শিশু ও সদ্য হওয়া মায়ের বিভিন্ন সামগ্রীর সম্ভার (retailer) হল ফার্স্টক্রাই। এখানে ন্যায্য দামে শিশুদের ন্যাপকিন থেকে শুরু করে জামা-কাপড়, খেলনা, ডায়াপার, ক্রিম, তেল-সহ বিভিন্ন সামগ্রীর সেরা সম্ভার পাওয়া যায়। ফার্স্টক্রাই-এর প্রাথমিক লগ্নিকারী হল সফ্টব্যাঙ্ক ভিসন ফান্ড। আগামী বছরই ফার্স্টক্রাই আইপিও নিয়ে আসছে। তাই অন্যান্য কোম্পানি ও ব্যক্তিদের সুযোগ করে দিতে শেয়ার হ্রাস করে নিচ্ছে সফ্টব্যাঙ্ক। প্রায় ৬০০ কোটি টাকার শেয়ার বিক্রি করে দিয়েছে সফ্টব্যাঙ্ক। অর্থাৎ ফার্স্টক্রাই কোম্পানি থেকে ২৫ শতাংশের কিছুটা কম শেয়ার তুলে নিয়েছে। গত অগস্টে মনিপাল গ্রুপের রঞ্জন পাই , মারিকো গ্রুপের হর্ষ মারিওয়ালা ইনভেস্টমেন্ট অফিস শার্প ভেঞ্চারস এবং ডিএসপি ফ্যামিলি অফিসের হেমেন্দ্র কোঠারির ফার্স্টক্রি-তে শেয়ার অধিগ্রহণ করেছেন। এবার এই ব্যবসায়ীদের নামের তালিকার সঙ্গে আসতে চলেছেন ক্রিকেট আইকনও।

উল্লেখ্য, ক্রিকেটের ২২ গজের মতো ব্যবসার ২২ গজেও দুর্দান্ত পারফরম্যান্স করতে শুরু করেছেন সচিন তেন্ডুলকর। মাত্র ৯ মাস আগে আজাদ ইঞ্জিনিয়ারিংয়ের ৫ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন তিনি। ইতিমধ্যে সেটি বেড়ে দাঁড়িয়েছে ২৩ কোটি। অর্থাৎ বিনিোগের ৩৬০ শতাংশ রিটার্ন পেয়েছেন। শুধু তাই নয়, সচিনের বিনিয়োগ করা এই সংস্থায় এখন অনেকেই টাকা ঢালতে শুরু করেছেন।