State Bank Of India-এ স্যালারি অ্যাকাউন্ট? ১ কোটি টাকার বিমা পাবেন ফ্রিতে!

State Bank Of India, Indian Railways: ভারতীয় রেল ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই চুক্তি অনুযায়ী যে সব রেল কর্মচারীর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে স্যালারি অ্যাকাউন্ট রয়েছে, তাদের ১ কোটি টাকার দুর্ঘটনা বিমা কভারেজ দেওয়া হবে।

State Bank Of India-এ স্যালারি অ্যাকাউন্ট? ১ কোটি টাকার বিমা পাবেন ফ্রিতে!
Image Credit source: Getty Images

Sep 03, 2025 | 6:02 PM

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে স্যালারি অ্যাকাউন্ট থাকলেই এবার মিলবে ১ কোটি টাকার বিমা। কিন্তু সকলেই পাবেন কি এই বিমা? কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উপস্থিতিতে আসলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ভারতীয় রেল।

ভারতীয় রেল ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই চুক্তি অনুযায়ী যে সব রেল কর্মচারীর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে স্যালারি অ্যাকাউন্ট রয়েছে, তাদের ১ কোটি টাকার দুর্ঘটনা বিমা কভারেজ দেওয়া হবে। এ ছাড়াও তাঁরা স্বাভাবিক টার্ম কভারজও পাবেন ১০ লক্ষ টাকার। অর্থাৎ ওই কর্মীদের মৃত্যু হলে ব্যাঙ্কের তরফে তাঁদের ১০ লক্ষ টাকা দেওয়া হবে।

প্রায় ৭ লক্ষ রেল কর্মচারীর সালারি অ্যাকাউন্ট রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়। ফলে, এই চুক্তির কারণে উপকৃত হবে তাঁরা। যদিও এই চুক্তির অধীনে আরও বেশ কিছু বিমা কভারেজও রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হল ১ কোটি ৬০ লক্ষ টাকার বিমান দুর্ঘটনা বিমা, রুপে ডেবিট কার্ডে অতিরিক্ত ১ কোটির বিমা বা কোনও কর্মচারী দুর্ঘটনার কারণে সম্পূর্ণ অক্ষম হয়ে গেলে, তার জন্য ১ কোটি টাকার বিমা।