AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দেশে হাজার কোটি টাকা বিনিয়োগ করবে Samsung, ‘ভাগ্য খুলবে’ কোন রাজ্যের?

Samsung: তবে ঠিক কত সালের মধ্যে এই বিনিয়োগ হতে চলেছে, সেই নিয়ে নিজের পোস্টে কোনও বক্তব্য রাখেননি মন্ত্রী।

দেশে হাজার কোটি টাকা বিনিয়োগ করবে Samsung, 'ভাগ্য খুলবে' কোন রাজ্যের?
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Updated on: Apr 26, 2025 | 8:18 PM
Share

চেন্নাই: হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে দক্ষিণ কোরিয়ার মোবাইল ফোন নির্মাণকারী সংস্থা স্যামসাঙ (Samsung)। এবার ভারতে নিজেদের ফোন তৈরির কাজ আরও বাড়াতে চলেছে তারা। কিন্তু কোন রাজ্যে এত পরিমাণ টাকা বিনিয়োগ করবে এই বিদেশি সংস্থা?

সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, ভাগ্য খুলবে তামিলনাড়ুর। সেখানেই এই কারি কারি টাকা বিনিয়োগ করতে চলেছে স্যামসাঙ। শুক্রবার এই প্রসঙ্গে নিজের সমাজমাধ্যমের ওয়ালে একটি পোস্ট করে তামিলনাড়ুর শিল্পমন্ত্রী লিখেছেন, ‘এই বিনিয়োগ থেকে বোঝা যাচ্ছে আমাদের রাজ্যের কর্মীদের উপর ভরসা রেখেছে স্যামস্যাঙ। এমনকি, এই বিনিয়োগের মাধ্যমে নতুন ১০০টি কর্মসংস্থান তৈরি হবে।’

তবে ঠিক কত সালের মধ্যে এই বিনিয়োগ হতে চলেছে, সেই নিয়ে নিজের পোস্টে কোনও বক্তব্য রাখেননি মন্ত্রী।

বর্তমানে চেন্নাইয়ের এই কারখানায় দু’হাজারের বেশি কর্মী কাজ করছেন। ২০২৩ অর্থবর্ষে ভারত জুড়ে স্যামসাঙের অর্জিত মোট ১ লক্ষ কোটি টাকা আয়ের অনেকটা উঠে এসেছিল এই প্ল্যান্টের দৌলতে। তবে যেমন আয় আছে, তেমনই আছে বেগও।

সাম্প্রতিককালে, সংস্থার তামিলনাড়ুর চেন্নাইয়ের কারখানাতেই ধর্মঘটের ডাক দিয়েছিল কর্মচারীরা। সেই নিয়ে তুঙ্গে উঠেছিল বিতর্ক। এমনকি, ২০২৩ সালের সেপ্টেম্বরেই চেন্নাইয়ের এই কারখানাকে বেতন বাড়ানোর দাবিতে মাস খানেকের জন্য তালা বন্ধ করে দিয়েছিল শ্রমিক ইউনিয়নগুলি। এই দুই ঘটনার রেশ কাটতেই এবার সে রাজ্যে বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিল মোবাইল ফোন নির্মাণকারী সংস্থা।