Sanchar Saathi: আপনার নামে কতগুলো সিম আছে, জেনে নিন এভাবে!

Sanchar Saathi: প্রতারণা বা জালিয়াতি, হারিয়ে ফেলা মোবাইল ব্লক করা, নিজের নামে কতগুলো সিম চলছে এমন ধরণের মোট ৬টি বিষয়ে জানতে সাহায্য করে এই সঞ্চার সাথী পোর্টাল।

Sanchar Saathi: আপনার নামে কতগুলো সিম আছে, জেনে নিন এভাবে!
Image Credit source: traffic_analyzer/DigitalVision Vectors/Getty Images

Jul 21, 2025 | 11:43 AM

বর্তমানে ডিজিটাল মাধ্যমের যেমন উন্নতি দেখা গিয়েছে, একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বিভিন্ন ধরণের প্রতারণাও। ডিজিটাল প্রতারণা থেকে ফোন করে জালিয়াতি, সবই দেখা যাচ্ছে আজকের দিনে। কিন্তু এই প্রতারণার হাত থেকে দেশের সাধারণ মানুষকে রক্ষা করতে সরকার লঞ্চ করেছে সঞ্চার সাথী পোর্টাল

শুধুমাত্র জালিয়াতি ঠেকানোর জন্য নয়, এই পোর্টালে একাধিক বিষয়ে রিপোর্ট করা যায়। প্রতারণা বা জালিয়াতি, হারিয়ে ফেলা মোবাইল ব্লক করা, নিজের নামে কতগুলো সিম চলছে এমন ধরণের মোট ৬টি বিষয়ে জানতে সাহায্য করে এই সঞ্চার সাথী পোর্টাল।

প্রথমেই আসে কোনও জালিয়াতির ঘটনা রিপোর্ট করার জায়গা। এর নাম চক্ষু। এর পরই আসে কীভাবে কোনও হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন ব্লক করতে হয়, এখানে লগইন করে ফোনের ডিটেলস দিলেই সরকার সেই ফোনকে ট্র্যাক করে ব্লক করে দেবে।

এরপর আসে কোনও ব্যক্তির নামে কতগুলো সিম কার্ড চালু রয়েছে, তা জানার জায়গা। অনেকের নামেই অজান্তে একাধিক সিমকার্ড চালু থাকে। এই পোর্টালে সেটাও জানা যায়। তারপর আসে কোনও মোবাইল ফোন আসল নাকি নকল, তা জানার জায়গা। এখানে নিজের ফোন নম্বর ও মোবাইলের আইএমইআই নম্বর দিলেই এই সাইট বলে দেবে আপনার ফোন ঠিকঠাক নাকি জালি ফোন।

এ ছাড়াও এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার এলাকায় কোন কোন ব্রডব্যান্ড অপারেটর রয়েছে। এ ছাড়াও জানতে পারবেন তাদের সঙ্গে যোগাযোগের নম্বর সহ একাধিক তথ্য। আর কোনও ভারতীয় নম্বর থেকে আন্তর্জাতিক কল এলে, সেটাও এই পোর্টালে জানাতে পারবেন।