IPL-এ ৫০০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী সৌদির ক্রাউন প্রিন্স

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Nov 03, 2023 | 6:45 PM

রয়টার্স সূত্রে জানা গিয়েছে, আইপিএল-এ ৫০০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন সৌদির ক্রাউন প্রিন্স। এমনকি আইপিএল-কে ৩ হাজার কোটি ডলারের হোল্ডিং কোম্পানিতে রূপান্তরের ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। আইপিএল-কে ভারতের বাইরে বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়ার প্রস্তাবও সৌদি আরবের কাছে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

IPL-এ ৫০০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী সৌদির ক্রাউন প্রিন্স
আইপিএল
Image Credit source: BCCI

Follow Us

নয়াদিল্লি: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ কোটি কোটি টাকা বিনিয়োগের ইচ্ছাপ্রকাশ করেছে সৌদি আরব। বিশ্বের সবথেকে ধনীতম ক্রিকেট লিগের অংশ নিতে চায় মধ্য প্রাচ্যের এই দেশ। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য সামনে এসেছে। সৌদি আরব ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমনের উপদেষ্টারা এ নিয়ে ভারত সরকারের সঙ্গে কথা বলেছেন বলেও জানা গিয়েছে। সেপ্টেম্বর মাসে সৌদির ক্রাউন প্রিন্স ভারতে এসেছিলেন। সে সময়ই এ বিষয়ে ভারত সরকারের সঙ্গে কথা হয়েছে বলে জানা গিয়েছে।

রয়টার্স সূত্রে জানা গিয়েছে, আইপিএল-এ ৫০০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন সৌদির ক্রাউন প্রিন্স। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪১,৬০০ কোটি টাকা। এমনকি আইপিএল-কে ৩ হাজার কোটি ডলারের হোল্ডিং কোম্পানিতে রূপান্তরের ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। আইপিএল-কে ভারতের বাইরে বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়ার প্রস্তাবও সৌদি আরবের কাছে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

আইপিএল-এর আয়োজক বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ড যদিও এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি। আগামী বছর বিসিসিআই-এর সাধারণ নির্বাচন রয়েছে। তার পর এ বিষয়ে আলোচনা হতে পারে বলে সূত্রে মারফত জানা যাচ্ছে। ২০০৮ সালে শুরু হয়েছিল আইপিএল। তার পর থেকে দিনে দিনে বেড়েছে এই ক্রিকেট লিগের জনপ্রিয়তা। শুধু ভারত নয়, বিশ্বের খ্যাতনামা ক্রিকেটার এবং ক্রীড়া ব্যক্তিত্বরা এই লিগের সঙ্গে যুক্ত।

Next Article