
নয়া দিল্লি: আর্থিক বিনিয়োগের জন্য অন্যতম ভাল একটি অপশন হল ফিক্সড ডিপোজিট (Fixed Deposit)। সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্কেই ফিক্সড ডিপোজিটের সুবিধা দেওয়া হয়। তবে বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার (Interest Rate) ভিন্ন হয়। তাই বিনিয়োগ করার ক্ষেত্রে কোন ব্যাঙ্কে সুদের হার সবথেকে বেশি, তা জেনে রাখা ভাল। আপনার হাতে যদি বর্তমানে কিছু টাকা থাকে এবং তা বিনিয়োগ করার পরিকল্পনা করেন, তবে আপনার জন্য দারুণ সুযোগ এনেছে স্টেট ব্য়াঙ্ক অব ইন্ডিয়া (State Bank of India)। রাষ্ট্রায়ত্ত্ব এই ব্যাঙ্কের তরফে সাধারণ ফিক্সড ডিপোজিটের পাশাপাশি স্পেশাল ফিক্সড ডিপোজিট (Special Fixed Deposit Scheme) প্রকল্প আনা হয়েছে।
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে যে বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিমগুলি আনা হয়েছে, সেগুলি হল এসবিআই উই কেয়ার ফর সিনিয়র সিটিজেন, এসবিআই অমৃত কলস। সীমীত সময়ের এই প্রকল্পে সাধারণ ফিক্সড ডিপোজিটের তুলনায় বেশি সুদের হার পাওয়া যায়।
এসবিআই-র তরফে ৪০০ দিনের একটি ফিক্সড ডিপোজিট প্রকল্প আনা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এই প্রকল্প আনা হয়েছিল। এই স্কিমে বিনিয়োগের জন্য ১ এপ্রিল থেকে ৩০ জুন অবধি মেয়াদ ধার্য করা হয়েছিল। পরে তার মেয়াদ ১৫ অগস্ট অবধি বাড়িয়ে দেওয়া হয়।
এই ফিক্সড ডিপোজিট প্রকল্পে প্রবীণ নাগরিকদের জন্য ৭.৬ শতাংশ হারে সুদ দেওয়া হবে। বাকিদের জন্য সুদের হার ৭.১ শতাংশ। মোট ৪০০ দিন মেয়াদ এই ফিক্সড ডিপোজিট প্রকল্পের। আগামী ১৫ অগস্ট অবধি এই ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করা যাবে।
ন্যূনতম ৭ দিন থেকে সর্বাধিক ১০ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিট প্রকল্প রয়েছে স্টেট ব্য়াঙ্ক অব ইন্ডিয়ার। প্রকল্পের মেয়াদ অনুযায়ী ৩ শতাংশ থেকে ৭.১ শতাংশ হারে সুদ পাওয়া যায়।
৭দিন থেকে ৪৫ দিনের মেয়াদ– ৩ শতাংশ হারে সুদ দেওয়া হয়।
৪৬ দিন থেকে ১৭৯ দিনের মেয়াদ– ৪.৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়।
১৮০ দিন থেকে ২১০ দিনের মেয়াদ– ৫.২৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়।
২১১ দিন থেকে ১ বছরের কম মেয়াদ– ৫.৭৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়।
১ বছর থেকে ২ বছরের কম মেয়াদ– ৬.৮ শতাংশ হারে সুদ দেওয়া হয়।
২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদ– ৭ শতাংশ হারে সুদ দেওয়া হয়।
৩ বছর থেকে ৫ বছরের কম মেয়াদ– ৬.৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়।
৫ বছর থেকে ১০ বছর অবধি মেয়াদ– ৬.৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়।