দেশের সবথেকে বড় রাষ্টায়ত্ত ব্যাঙ্ক হল ভারতীয় স্টেট ব্যাঙ্ক। দেশের প্রায় সকল নাগরিকের SBI তে অ্যাকাউন্ট রয়েছে। এবার গ্রাহকদের সুবিধার জন্য কনট্য়াক্টলেস ডেবিট কার্ড পরিষেবা চালু করেছে SBI। এই পরিষেবার ফলে গ্রাহকদের কোনও শপিং মল, রেঁস্তোরাতে বিল পেমেন্টের সময় ডেবিট
কার্ডের পিন দিতে হবে না। ভারতে ও বিশ্বের যেকোনও জায়গায় অনলাইনে পেমেন্ট করতে পারবে এবং টাকাও তুলতে পারবে।
কীভাবে কাজ করে এই কনট্য়াক্টলেস ডেবিট কার্ড :
PoS টার্মিনালে কনট্যাক্টলেস কার্ড দেখিয়েই ইলেকট্রনিক পেমেন্ট করতে পারবেন গ্রাহকরা। PoS এ কার্ড ঢোকাতে বা সোয়াইপ করতে হবে না আর। এর ফলে ডেবিট কার্ড ভুলে ফেলে আসার সম্ভাবনাও কমবে।
কীভাবে চালু করবেন এই কনট্য়াক্টলেস ডেবিট কার্ড ?
বর্তমানে SBI ইন্টারনেট ব্যাঙ্কিং, শাখায় গিয়ে, SBI ক্যুইক অ্যাপ, YONO লাইট ও SMS-র মাধ্যমে কনট্যাক্টলেস (NFC) ট্র্যানসাকশন চালু করা সম্ভব। বাকি অন্য়ান্য উপায়ে SBI ডেবিট কার্ড চালু করার পদ্ধতি ভবিষ্যতে চালু করা হতে পারে।
SMS-র মাধ্যমে SBI ডেবিট কার্ড চালু করার পদ্ধতি :
গ্রাহকদের কাছে SBI গ্লোবাল ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড থাকলে তাঁরা রেজিস্টার করা মোবাইল নম্বর থেকে ০৯২২৩৯৬৬৬৬৬ নম্বরে SMS করতে পারেন। কনট্য়াক্টলেস লেনদেন চালু করতে সেই SMS এ লিখতে হবে SWON NFC CCCCC (CCCCC- আপনার ডেবিট কার্ডের শেষ ৫ টি সংখ্য়া)
YONO অ্যাপের মাধ্যমে কীভাবে করবেন SBI ডেবিট কার্ড চালু :
আপনার আইডি এবং পাসওয়ার্ড বা MPIN ব্যবহার করে SBI YONO অ্যাপে লগ ইন করুন
মেনু > পরিষেবার অনুরোধ > এটিএম/ ডেবিট কার্ড- এই পদ্ধিতে এগিয়ে যান
এবার ‘Manage Card’ অপশনটি নির্বাচন করুন এবং তারপর আপনার অ্যাকাউন্ট এবং কার্ড নম্বর নির্বাচন করুন
NFC Enable/ Disable ON – OFF নির্বাচন করুন এবং ‘Submit’ অপশনে ক্লিক করুন