SBI গ্রাহকদের আধার ও প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমা ৩০ জুন

arunava roy |

Jun 08, 2021 | 6:03 PM

আর আধার কার্ড অচল হলে একাধিক সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি। সেক্ষেত্রে ১ হাজার টাকা জরিমানা (Penalty) হতে পারে।

SBI গ্রাহকদের আধার ও প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমা ৩০ জুন
ফাইল চিত্র।

Follow Us

নয়া দিল্লি: আধার ও প্যান কার্ড লিঙ্ক করার আবেদন জানিয়ে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এর জন্য ৩০ জুন পর্যন্ত গ্রাহকদের সময় দেওয়া হচ্ছে। নিদিষ্ট সময়ের মধ্যে আধার ও প্যান কার্ড লিঙ্ক না-করলে নিষ্ক্রিয় হয়ে যাবে আপনার প্যান (PAN) কার্ড।

এই মর্মে টুইট করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এবার থেকে আধার ও প্যান কার্ডের লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে। আয়কর দফতরের ই-ফিলিং পোর্টালে গিয়ে আধার ও প্যান কার্ড লিঙ্ক করা যাবে। অন্যদিকে সময়সীমার মধ্যে কাজ শেষ না হলেই অচল হয়ে যাবে আপনার আধার কার্ড।

আর আধার কার্ড অচল হলে একাধিক সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি। সেক্ষেত্রে ১ হাজার টাকা জরিমানা হতে পারে। জানা গিয়েছে, শুধু স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া নয়, যে কোনও ব্যাঙ্কের গ্রাহকের আধার ও প্যান কার্ড লিঙ্ক করাতে হবে। তাই এখনও যদি আপনি আধার ও প্যান কার্ড লিঙ্ক না করিয়ে থাকেন তাহলে ৩০ জুনের মধ্যে অবশ্যই করে নিন।

আরও পড়ুন: বিয়ের ওয়েবসাইটে আলাপ, ১২ জন মহিলাকে যৌন হেনস্তা করে গ্রেফতার মহেশ

Next Article