AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আপনার কি SBI-র অ্যাকাউন্ট? ফেব্রুয়ারি থেকে প্রতি লেনদেনেই লাগবে এক্সট্রা চার্জ

SBI IMPS Rules: ইন্টারনেট ব্যাঙ্কিং ও এসবিআইয়ের নিজস্ব অ্য়াপ ইয়োনো (YONO app) থেকে লেনদেনের ক্ষেত্রে আইএমপিএস ব্যবহার করা হয়। এতদিন আইএমপিএসে কোনও চার্জ লাগত না, এবার থেকে অনলাইন লেনদেনে চার্জ বসবে।  

আপনার কি SBI-র অ্যাকাউন্ট? ফেব্রুয়ারি থেকে প্রতি লেনদেনেই লাগবে এক্সট্রা চার্জ
ফাইল চিত্র।Image Credit: Getty Image
| Updated on: Jan 17, 2026 | 2:32 PM
Share

নয়া দিল্লি: স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় অ্যাকাউন্ট রয়েছে আপনার? তাহলে আপনার খরচ বাড়তে চলেছে বেশ অনেকটা। এতদিন ফ্রি-তে পেয়েছেন, এবার দেশের সবথেকে বড় সরকারি ব্যাঙ্ক টাকা লেনদেনের উপরে অতিরিক্ত চার্জ বসাতে চলেছে। এসবিআই-র তরফে ঘোষণা হয়েছে যে ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস চার্জের খরচ বাড়তে চলেছে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকেই চার্জ বাড়বে। যারা অনলাইনে বড় অঙ্কের লেনদেন করেন, তাদের খরচ বাড়বে।

ইন্টারনেট ব্যাঙ্কিং ও এসবিআইয়ের নিজস্ব অ্য়াপ ইয়োনো (YONO app) থেকে লেনদেনের ক্ষেত্রে আইএমপিএস ব্যবহার করা হয়। এতদিন আইএমপিএসে কোনও চার্জ লাগত না, এবার থেকে অনলাইন লেনদেনে চার্জ বসবে।

কত খরচ বাড়বে?

আগে YONO অ্যাপ বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এসবিআই গ্রাহকরা ৫ লক্ষ টাকা পর্যন্ত অনলাইনে লেনদেন করতে পারতেন। এর জন্য কোনও সার্ভিস ফি লাগত না। এসবিআই-র আপডেটেড নীতি অনুযায়ী, ২৫ হাজার টাকার উপরে অনলাইন আইএমপিএস লেনদেনের ক্ষেত্রে সার্ভিস চার্জ বসবে। ছোট অঙ্কের লেনদেনে কোনও চার্জ বসবে না।

  • যদি কেউ ২৫ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করেন, তাহলে প্রতি লেনদেনে ২ টাকা ও অতিরিক্ত জিএসটি বসবে।
  • ১ লাখ থেকে ২ লাখ টাকা পর্যন্ত লেনদেনে ৬ টাকা ও অতিরিক্ত জিএসটি বসবে।
  • ২ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত লেনদেন করলে, ১০ টাকা এবং তার উপরে জিএসটি বসবে।

ধরুন, আপনি YONO অ্যাপ দিয়ে বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ৩ লক্ষ টাকা লেনদেন করেন, তাহলে ১০ টাকা ও তার উপরে জিএসটি বসবে। কেউ যদি ২৫ হাজার টাকার নীচে লেনদেন করেন, তাহলে কোনও চার্জ লাগবে না।

এসবিআই-র গ্রাহকরা যারা ব্রাঞ্চে গিয়ে আইএমপিএস ট্রানজাকশন করবেন, তাদের-

  • ১ হাজার টাকা পর্যন্ত লেনদেনে কোনও চার্জ লাগবে না।
  • ১ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত লেনদেনে ৪ টাকা ও অতিরিক্ত জিএসটি বসবে।
  • ১ লাখ থেকে ২ লাখ টাকা পর্যন্ত লেনদেনে ১২ টাকা ও অতিরিক্ত জিএসটি বসবে।
  • ২ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত লেনদেনে ২০ টাকা ও জিএসটি বসবে।

তবে ডিএসপিস পিএমএসপি, সিজিএসপি স্যালারি অ্যাকাউন্ট হলে কোনও চার্জ লাগবে না।