
নয়া দিল্লি: গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল আহমেদাবাদের বিমান দুর্ঘটনা। বিমানের একজন যাত্রী ছাড়া কেউ রক্ষা পাননি। এয়ার ইন্ডিয়ার এই ভয়াবহ দুর্ঘটনার পর যেখানে গোটা দেশ আতঙ্কিত, প্রয়োজন অনুভব করছেন বিমার, সেখানেই বড় সিদ্ধান্ত স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার। বন্ধ করে দেওয়া হল বিমান দুর্ঘটনার ইন্সুরেন্স কভারেজ, যা ৫০ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা পাওয়া যেত দুর্ঘটনার ক্ষেত্রে।
এসবিআই-র ক্রেডিট কার্ড যাদের রয়েছে, বিশেষ করে যারা এলিট, মাইলস এলিট বা মাইলস প্রাইমের মতো প্রিমিয়াম কার্ড ব্যবহার করেন, তারা এবার থেকে ১ কোটি টাকার বিমান দুর্ঘটনায় কভারেজ পাবেন না। গত ১৫ জুলাই থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে।
এত দিন এসবিআই ক্রেডিট কার্ড হোল্ডাররা কমপ্লিমেন্টারি সুবিধা পেতেন এয়ার অ্যাক্সিডেন্ট ইন্সুরেন্সের। ৫০ লক্ষ থেকে ১ কোটি টাকার ইন্সুরেন্স পাওয়া যায়। এবার সেই সুবিধা বন্ধ করে দেওয়া হল। এবার তারা আর ইন্সুরেন্স পাবেন না। একইসঙ্গে এসবিআই-র বিভিন্ন কার্ডে ৫০ লক্ষ টাকার এয়ার অ্যাক্সিডেন্ট ইন্সুরেন্স পাওয়া যেত, তাও বন্ধ করে দেওয়া হয়েছে।
ক্রেডিট কার্ডের সেটলমেন্টের নিয়মেও একাধিক বদল আসছে। মিনিমাম অ্যামাউন্ট ডিউ ক্যালকুলেশনের নিয়মও বদলে যাচ্ছে। যারা এসবিআই-র ক্রেডিট কার্ড ইন্সুরেন্সের বেনেফিট ও ফ্লেক্সিবল রিপেমেন্টের উপরে নির্ভর করে থাকতেন, তাদের উপরে এই নিয়মের পরিবর্তনে প্রভাব পড়বে।